কলকাতা: উইন্ডোজ প্রযোজনা সংস্থার (Windows) উদ্যোগে আয়োজন করা হল তাঁদের নতুন ছবি 'ফাটাফাাটি'-র একটি বিশেষ স্ক্রিনিংয়ের। কলকাতা পুলিশ এবং 'দ্য বেঙ্গল'-এর উদ্যোগে তৈরি সংস্থা প্রণাম-এর মানুষদের জন্য আগামীকাল এই বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে নিযুক্ত কর্তারা যেমন এখানে হাজির থাকবেন, তেমনই থাকবেন অনেক বৃদ্ধ-বৃদ্ধারাও। আলিপুর বডিগার্ড লাইনসে আয়োজিত হবে এই বিশেষ স্ক্রিনিং। থমবার সত্যবতী রূপে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র ছবি প্রকাশ্যে আনলেন পর্দার ব্যোমকেশ, অভিনেতা দেব (Dev)। বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত 'ব্যোমকেশ-দূর্গরহস্য'-র শ্যুটিংয়ের তৃতীয় শিডিউল শেষ হল আজ। বোলপুর ও ঝাড়খণ্ডে চলছিল এই ছবির শ্যুটিং। আর সেখান থেকেই ছবি শেয়ার করলেন দেব। দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


পুলিশ ও প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ উইন্ডোজের


উইন্ডোজ প্রযোজনা সংস্থার (Windows) উদ্যোগে আয়োজন করা হল তাঁদের নতুন ছবি 'ফাটাফাাটি'-র একটি বিশেষ স্ক্রিনিংয়ের। কলকাতা পুলিশ এবং 'দ্য বেঙ্গল'-এর উদ্যোগে তৈরি সংস্থা প্রণাম-এর মানুষদের জন্য আগামীকাল এই বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে নিযুক্ত কর্তারা যেমন এখানে হাজির থাকবেন, তেমনই থাকবেন অনেক বৃদ্ধ-বৃদ্ধারাও। আলিপুর বডিগার্ড লাইনসে আয়োজিত হবে এই বিশেষ স্ক্রিনিং। অনেক বয়স্ক মানুষই একা সময় কাটান। অসুস্থ বা অবসাদে ভুগতে থাকা বয়স্কদের পাশে দাঁড়াতেই কলকাতা পুলিশ হাত মিলিয়েছিল এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। আগামীকাল উইন্ডোজের নতুন এই ছবি দেখতে হাজির থাকবেন 'প্রণাম'-এর বেশ কিছু সদস্যরা। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রশংসা পেয়েছে।


'সত্যবতী'-র সাজে রুক্মিণীর প্রথম ছবি প্রকাশ করলেন 'ব্যোমকেশ'-দেব


প্রথমবার সত্যবতী রূপে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র ছবি প্রকাশ্যে আনলেন পর্দার ব্যোমকেশ, অভিনেতা দেব (Dev)। বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত 'ব্যোমকেশ-দূর্গরহস্য'-র শ্যুটিংয়ের তৃতীয় শিডিউল শেষ হল আজ। বোলপুর ও ঝাড়খণ্ডে চলছিল এই ছবির শ্যুটিং। আর সেখান থেকেই ছবি শেয়ার করলেন দেব। সোশ্যাল মিডিয়ায় ২টি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সূর্যের সামনে দাঁড়িয়ে রুক্মিণী আর দেবের সাজ স্পষ্ট নয়। কেবল বোঝা যাচ্ছে রুক্মিণীর হাতের শাঁখা-পলা, লম্বা বিনুনি। অপর ছবিতে প্রায় গোটা টিমের ছবি রয়েছে। সেখানে ধুতি ও ফতুয়ায় দেখা গেল দেবকে।  সোশ্যাল মিডিয়ায় এই ছবি দুটি শেয়ার করে দেব বলেছেন, 'আমাদের তৃতীয় শিডিউল শেষ হল। এমন কিছু দৃশ্য দেখার জন্য তৈরি হোন, যা আগে কখনও দেখেননি। চতুর্থ শিডিউলের কাজ চলছে। আমাদের জন্য শুভকামনা করুন।'


'বাহুবলী' তৈরি করতে চড়া সুদে কোটি কোটি টাকা ঋণ নিয়েছিলেন নির্মাতারা!


একটা ছবির পিছনে অনেক সময় লুকিয়ে থাকে অনেক গল্প। বেশিরভাগ সময়েই তা সামনে আসে না। সাফল্যের আলোর ঝলকানিতে অনেক সময় ঢেকে যায় সেই ছবিকে দর্শকদের সামনে নিয়ে আসার লড়াইটা। গোটা বিশ্বে কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল দক্ষিণী ছবি 'বাহুবলী'। বক্সঅফিসে তৈরি করেছিল নতুন নতুন রেকর্ড। 'বাহুবলী-দ্য বিগিনিং' ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। বক্সঅফিসে দাগ কাটার পরেই ছবির নির্মাতারা পরিকল্পনা শুরু করেন এই ছবির দ্বিতীয় ভাগের। কিন্তু প্রথম ছবিটি তৈরির পিছনে ঠিক কতটা লড়াই ছিল নির্মাতাদের, সেই কথা একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন অভিনেতা রাণা ডগ্গুতী (Rana Daggubati)। একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, বাহুবলীর মতো বিগ বাজেট ছবি তৈরি করার মতো টাকা সেসময় ছিল না নির্মাতাদের। কয়েক বছর আগেও দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেই বাড়ি বা জমি বন্ধক রেখে টাকা নিয়ে ছবি বানাতেন। ছবি যদি লাভ করত, তবে সেই টাকা দিয়ে ধার শোধ করতেন। বাহুবলী তৈরির সময়েও নাকি এমনই অবস্থা ছিল নির্মাতাদের। তাঁরা ব্যাঙ্কের থেকে ২৪ শতাংশ সুদের হারে, ৫ বছরের জন্য ধার নিয়েছিলেন ১৮০ কোটি টাকা। সেই টাকা দিয়ে কেবল বাহুবলী ১ নয়, শ্যুটিং করা হয়েছিল 'বাহুবলী ২'-এর কিছুটা অংশও। রাণার কথায়, 'আমরা অনেকটা আগে এগিয়ে গিয়েছিলাম। যদি বাহুবলীর প্রথম ভাগ কাজ না করত, জানি না গোটা টিম, আমরা কী করতাম।'


ফ্যাশান ডিজাইনার হওয়ার স্বপ্ন সফরের গল্প বলবে 'তুঁতে'


 সূচ-সুতোয় বোনা হবে স্বপ্নের গল্প, ভালবাসার কথা। 'খুকুমণি'-র পরে, এবার 'তুঁতে'-র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakhshit)-কে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে সৈয়দ আরেফিন (Syed Arefin)-কে। ছোটপর্দায় এই প্রথম জুটি হিসেবে দেখা যাবে এই দুই অভিনেতা অভিনেত্রীকে। এই ধারাবাহিকের গল্প তুঁতে নামের একটি গ্রামের মেয়েকে নিয়ে। গ্রামে থেকেই যে স্বপ্ন দেখে ফ্যাশান ডিজাইনার হওয়ার। কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সৎ মা। তুঁতেকে মিথ্যে কথা বলে পাঠিয়ে দেওয়া হয় শহরে। সে বিশ্বাস করে, তাঁর ফ্যাশান ডিজাইনারের স্বপ্নপূরণ হতে চলেছে। কিন্তু শহরে বাড়িতে এসে তুঁতে জানতে পারে, সেলাইয়ের কাজ নয়, তাঁকে করতে হবে বাড়ির পরিচারিকার কাজ। 


আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভিকি কৌশলের পরবর্তী ছবির শ্যুটিং


মুক্তি পেল, সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত বহু প্রতিক্ষীত ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। লক্ষ্মণ উতেকর (Lakshman Utekar) পরিচালিত এই ছবি ডিভোর্স কমেডি (divorce comedy) ঘরানার। আর এরই মধ্যে প্রকাশ্য়ে এল নতুন খবর, জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভিকি কৌশলের পরবর্তী ছবির শুটিং। ছবির নাম 'ছত্রপতি শিবাজী মহারাজ' ( Chhatrapati Sambhaji Maharaj)। ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে প্রি প্রোডাকশানের কাজ।