কলকাতা: ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ (Naeem Sayyed)। চলচ্চিত্র জগত তাঁকে চেনে 'জুনিয়র মেহমুদ' (Junior Mehmood) নামেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্টমাক ক্যানসারে ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হল না.. বৃহস্পতিবার রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয় বলে জানা যাচ্ছে। আজ সকালে মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। এই ছবির জন্য প্রত্যাশা ছিল দীর্ঘদিনের। এই নায়ক-নায়িকা পর্দায় জুটি বাঁধেননি কখনও। এই প্রথম। মুক্তি পেল 'ফাইটার' (Fighter) ছবির টিজার। আর সেখানে নজর কাড়লেন ঋত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) -এর রসায়ন। সেইসঙ্গে জমজমাট অ্যাকশনে এই ছবি প্রত্যাশা বাড়িয়ে দিল অনেকটাই। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত কৌতুক অভিনেতা 'জুনিয়র মেহমুদ'
ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ (Naeem Sayyed)। চলচ্চিত্র জগত তাঁকে চেনে 'জুনিয়র মেহমুদ' (Junior Mehmood) নামেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্টমাক ক্যানসারে ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হল না.. বৃহস্পতিবার রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয় বলে জানা যাচ্ছে। আজ সকালে মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। প্রথম 'মহব্বত জিন্দেগি হ্যায়' (Mohabbat Zindagi Hai) ছবির হাত ধরে বলিউডে পা রাখেন নঈম। সালটা ছিল ১৯৬৬। এরপরে, ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে কাজ করেন নঈম। সেটাই ছিল তাঁর অভিনয় জীবনের শুরু। ছোট থেকেই কৌতুক অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন নঈম সৈয়দ। তবে অভিনয় দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পরে নিজের এই নাম বদলে ফেলেছিলেন তিনি। পছন্দমতো নামকরণ করেন নিজেই। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ।
রোম্যান্টিক থ্রিলার নিয়ে আসছেন অর্পণ-স্বীকৃতি
নতুন ওয়েব সিরিজে প্রথমবার দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় এই জুটিকে। অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) আর স্বীকৃতি মজুমদার (Swikriti Majumdar)। স্টার জলসার ধারাবাহিক 'মেয়েবেলা'-তে জুটি হিসেবে দেখা গিয়েছিল তাঁদের। আপাতত ধারাবাহিক 'আলোর কোলে'-তে অভিনয় করছেন স্বীকৃতি। নতুন এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজটি পরিচালনা করছেন, জয়দীপ বন্দ্যোপাধ্যায় (Joydip Banerjee)। প্রেমের এই গল্পের নাম দেওয়া হয়েছে 'রাজা রানী রোমিও'। এই ছবিতে অর্পণের চরিত্রের নাম ইমরান মণ্ডল। নিজের নাম পাল্টে মিঠুন দাস নাম নিয়ে ফুলবাড়ি অঞ্চলে বসবাস করছে সে। ফুলবাড়ি ধাবায় ওয়েটারের কাজ করে ইমরান, নিশ্চিন্ত শান্তিপূর্ণ জীবন। খুব কম বয়সে একটা ঘটনায় পুলিশ কেসে জড়িয়ে যাওয়ায় বর্ধমানে নিজের গ্রাম থেকে পালাতে হয়েছিল ইমরানকে। এরপর থেকে সারাজীবন শুধু পালিয়েই বেড়াচ্ছে ইমরান। তবে ফুলবাড়িতে এসে তার মনে হয়েছিল, জীবনের অন্ধকার দিক শেষ হল বুঝি। আর সেই সময়েই, অপরিচিত এক ক্রেতার ফেলে যাওয়া ফোন ওলট পালট করে দেয় তার জীবন। এই ফোন গায়ত্রী বলে এক মহিলার। সেই ফোন ফেরৎ নিতে এসে প্রথম দেখা হয় ইমরান ও গায়ত্রীর। দেখামাত্রই গায়ত্রীর প্রেমে পড়ে ইরফান। কিন্তু এই গায়ত্রী বিবাহিত, প্রভাবশালী এক ব্যবসায়ীর স্ত্রী। গায়ত্রীর স্বামীর ভূমিকায় থাকছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ঠিক কোন পথে এগোয় তাজের সম্পর্ক ও তাতে কী কী মোড় আসে সেই গল্পই দেখা যাবে এই ওয়েব সিরিজে।
'অ্যানিম্যাল'-এর পরে 'স্যাম বাহাদুর', কবে থেকে ওটিটিতে ভিকির নতুন ছবি?
বক্সঅফিসে রোজগারের সঙ্গে সঙ্গে, বেশ প্রশংসিত হচ্ছে এই ছবি। একই দিনে মুক্তি পেয়েছিল 'অ্যানিম্যাল' (Animal) ও 'স্যাম বাহাদুর' (Sam Bahadur)। টিকিট বিক্রির নিরিখে রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর ছবি ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর ছবির থেকে অনেকটা এগিয়ে থাকলেও, ভীষণ প্রশংসিত হয়েছে 'স্যাম বাহাদুর'। তবে বক্সঅফিসে এখনও এই ছবি রোজগার করছে যথেষ্টই। ইতিমধ্য়েই প্রকাশ্যে এসে গেল 'স্যাম বাহাদুর' ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির তারিখও! শোনা যাচ্ছে, জিফাইভ (Zee 5) ওটিটি প্ল্যাটফর্ম কিনে নিয়েছে 'স্যাম বাহাদুর' ছবিটির সত্ত্ব। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি। অর্থাৎ, পর্দায় মুক্তির ৮ সপ্তাহের মাথাতেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে ছবিটি। ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে রণবীরের 'অ্যানিম্যাল' ছবির মুক্তির দিনও। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবিটি। তবে যেহেতু তুলনায় অনেক বেশি টাকার ব্যবসা করেছে রণবীরের ছবিটি, তাই তার ওটিটি মুক্তির দিনও রাখা হয়েছে অনেকটা দেরিতেই। 'অ্যানিম্যাল' ইতিমধ্যেই নাম লিখিয়েছে ৫০০ কোটির ক্লাবে।
দীপিকা-ঋত্বিকের 'ফাইটার'-এর প্রথম ঝলক
এই ছবির জন্য প্রত্যাশা ছিল দীর্ঘদিনের। এই নায়ক-নায়িকা পর্দায় জুটি বাঁধেননি কখনও। এই প্রথম। মুক্তি পেল 'ফাইটার' (Fighter) ছবির টিজার। আর সেখানে নজর কাড়লেন ঋত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) -এর রসায়ন। সেইসঙ্গে জমজমাট অ্যাকশনে এই ছবি প্রত্যাশা বাড়িয়ে দিল অনেকটাই। সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর জানুয়ারির শেষের দিকে। আজ যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে দীপিকা আর ঋত্বিকের পাশাপাশি নজর কাড়লেন অনিল কপূরও (Anil Kapoor)। তাঁকেও দেখা গেল অ্যাকশন অবতারেই। বেশিরভাগ অ্যাকশনই আকাশে অর্থাৎ প্লেনে। দীপিকা, হৃতিককে ফাইটার জেট উড়িয়ে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স করতেও দেখা গিয়েছে।
শুরু 'পুরাতন'-এর শ্যুটিং
শর্মিলা ঠাকুরের নতুন ছবির শ্যুটিং শুরু হল তাঁর জন্মদিনেই। ঋতুপর্ণা সেনগুপ্ত আর শর্মিলা এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং ও প্রকাশ্যে এসেছে দুই অভিনেত্রীর লুকও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।