কাবুল : ওজন ঝরালেই মিলত চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) খেলার সুযোগ ! কিন্তু তেমনটা আর হল কই।
মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে মজার এক গল্প শুনিয়েছেন আফগান তারকা ক্রিকেটার আসগার আফগান (Asgar Afgan)। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, মহম্মদ শেহজাদের (Mohammad Shahzad) আইপিএল খেলার সুযোগ হয়ে যেত ওজন ঝরাতে পারলেই ! খোদ মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) তাঁকে বলেছিলেন সে কথা। ঘটনাক্রম ঠিক কী ?
২০১৮ সালের ঘটনা। ভারত-আফগানিস্তান ম্যাচ টাই হয়ে যায়। যে খেলার পর আলাপচারিতায় মেতেছিলেন ক্রিকেটাররা। সেখানেই ধোনির কাছে আসগার ফাঁস করেছিলেন, মহম্মদ শেহজাদ মাহির বড় ভক্ত। আফগানদের কিপার-ব্যাটার ধোনির খেলার ধরনে মুগ্ধ বলেও তাঁকে জানিয়েছিলেন আফগান অধিনায়ক। আর যার পরই ধোনি নিজের মেজাজে দিয়েছিলেন বার্তা। যেখানে মাহি আসগারকে বলেছিলেন, ওঁর ভুড়িটা বড্ড বড়। এক কাজ করো, ওঁকে ২০ কিলো ওজন ঝরাতে বলো। আইপিএল দলে নিয়ে নেব।
খোদ ধোনির থেকে এমন প্রস্তাব। তারপর কি বাড়তি ওজন কমিয়ে আইপিএলে খেলার জন্য বাড়তি তেড়েফুঁড়ে লেগেছিলেন শেহজাদ। অনেকটা বীরেন্দ্র সহবাগের স্টাইলে আক্রমণাত্মক মেজাজে ওপেন করা ব্যাটার অবশ্য সোনার সুযোগ হারিয়েছিলেন। আসগারই হাসিমুখে জানান, ওজন কমানো তো দূরে থাক, পরের সিরিজ শেষেই ৫ কিলো ওজন বাড়িয়ে ফেলেছিল ও।
প্রসঙ্গত, ভারতীয় দল থেকে অবসর নিয়ে ফেললেও এখনও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। গত আইপিএলে ফের একবার তাঁর হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। এছাড়া এবারেও যে হলুদ জার্সিতেই ফের একবার ক্যাপ্টেন কুল মাঠে নামবেন, সেটাও জানিয়ে রেখেছেন তিনি।
আরও পড়ুন- ১০ ওভারের ম্যাচে ২২ ছক্কা, ৪৩ বলে ১৯৩ রান হাঁকিয়ে বিশ্বরেকর্ড হামজার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।