কলকাতা: মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'হুব্বা' ছবির ট্রেলার ('Hubba' Trailer out)। বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা 'ফ্রেন্ডস কমিউনিকেশন'-এর তরফে ডিজিটালি প্রকাশ করা হল এই ট্রেলার। 'ধনঞ্জয়' ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সেই স্মৃতিই যেন ফেরালেন তাঁর প্রথম ওয়েব সিরিজে। মুক্তি পেল মিমির প্রথম ওয়েব সিরিজ 'যাহা বলিব সত্য বলিব' (Jaha Bolibo Sottyo Bolibo)-র ট্রেলার। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি।


বড়পর্দায় 'হুব্বা'র অন্ধকার জগতের গল্প, পরিচালনায় ব্রাত্য বসু, প্রকাশ্যে ট্রেলার


মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'হুব্বা' ছবির ট্রেলার ('Hubba' Trailer out)। বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা 'ফ্রেন্ডস কমিউনিকেশন'-এর তরফে ডিজিটালি প্রকাশ করা হল এই ট্রেলার। ছবির পরিচালনায় নাট্যকার, পরিচালক ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি বিশ্বজুড়ে মুক্তি পাবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। বাংলার কুখ্যাত গ্যাংস্টার, হুব্বা শ্যামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে এই ছবিতে। মুখ্য চরিত্রে মোশারফ করিম (Mosharraf Karim)। মারপিট-খুন-রক্ত, বেপরোয়া গোলাগুলি, কুখ্যাত গ্যাংস্টারের 'রাজত্ব', আর তাকে ধরতে চাওয়া পুলিশ বাহিনী। 'হুব্বা'র ট্রেলারের পরতে পরতে অন্ধকার জগতের খুঁটিনাটি। ভয়ানক ডন হুব্বা শ্যামলের (ছবিতে হুব্বা বিমল) ক্রিয়াকলাপের গল্প বলবে এই ছবি। যাকে সেই সময়ে অনেকেই হুগলি জেলার দাউদ ইব্রাহিম বলে সম্বোধন করতেন। টানটান উত্তেজনা পূর্ণ, গায়ে কাঁটা দেওয়া অ্যাকশন, এবং অপ্রত্যাশিত ট্যুইস্টে ভরপুর এই ছবির ট্রেলার। মোশারফ করিমের পাশাপাশি দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneil Sengupta)। সেই সঙ্গে অভিনয়ে রয়েছেন লোকনাথ দে, পৌলমী বসু ও অন্যান্যরা। 



 


কলকাতার রাস্তায় ঘটে যাওয়া একটি ঘটনাকে নিয়ে আইনি যুদ্ধে মিমি-টোটা!


'ধনঞ্জয়' ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সেই স্মৃতিই যেন ফেরালেন তাঁর প্রথম ওয়েব সিরিজে। মুক্তি পেল মিমির প্রথম ওয়েব সিরিজ 'যাহা বলিব সত্য বলিব' (Jaha Bolibo Sottyo Bolibo)-র ট্রেলার। আর সেই সিরিজের ঝলকে, আদ্যোন্ত খলচরিত্রে নজর কাড়লেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhary)। পৃথা রায়ের (Pritha Roy) চরিত্রের হাত ধরেই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন মিমি। এই ঘটনা তুলে ধরবে, কলকাতায় রাস্তায় বর্ষশেষের রাতে ঘটে যাওয়া একটি ঘটনাকে। খুন, শ্লীলতাহানি আর সেই ঘটনার আইনি বিচার... এই ঘটনাকে নিয়েই তৈরি হয়েছে সিরিজ। মিমি চক্রবর্তী এই সিরিজ নিয়ে বলছেন, 'এই কাজটা আমার ভীষণ কাছের তার অনেকগুলো কারণ। প্রথমত, এটা আমার ওটিটি প্ল্যাটফর্মে প্রথম কাজ। দ্বিতীয়ত, এই সিরিজের স্ক্রিপ্ট। প্রত্যেকটা দৃশ্য যেন আমায় চ্যালেঞ্জ করছিল। আমার চরিত্রকে গভীরভাবে চিনেছি, জেনেছি... চেষ্টা করেছি এই সুযোগের সদ্বব্যবহার করার। আশা করি দর্শকদের ভাল লাগবে আমাদের এই কাজটা। এই কাজটি নিয়ে টোটা বলছেন, 'হইচই আমার কাছে দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে। 'হইচই'-এর সঙ্গে কাজ করতে গিয়ে চিরকালই আনন্দ পেয়েছি। জয়রাজের চরিত্রটা পর্দায় ফুটিয়ে তুলতে পেরে আমার ভীষণ ভাল লেগেছে কারণ, চরিত্রটায় বিভিন্ন শেডস রয়েছে। একদিকে যেমন এই চরিত্রটার অসম্ভব আত্মবিশ্বাস রয়েছে, বুদ্ধি রয়েছে, তেমনই রয়েছে আবেগের ছোঁয়াও। চন্দ্রাশীষ কী চাইছে, সেটা নিয়ে ও ভীষণ স্পষ্ট ছিল। ও নিজের কাজটা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। আর মিমির সঙ্গে শ্যুটিং করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। ৫ জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজটি। আশা করি দর্শকদের ছবিটি ভাল লাগবে।'


 






 


আরও পড়ুন: Entertainment Year Ender 2023: ম্যাথু পেরি, সতীশ কৌশিক, দীনেশ ফড়নিশ ... ২০২৩-এ বিনোদন জগৎ থেকে চিরবিদায় নিলেন যাঁরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।