কলকাতা: দ্বিতীয় বার বিয়ে সারলেন শাহরুখ খানের (Shah Rukh Khan Actress) জনপ্রিয় অভিনেত্রী। পাক অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan) শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। শাহরুখ খানের 'রইজ' (Raess) ছবিতে অভিনয় করে বলিউডে নাম লিখিয়েছিলেন তিনি। বিয়ে করলেন ব্যবসায়ী সেলিম করিমকে (Salim Karim)। মৃত্যুরহস্য ঘরানার প্রথম ছবি 'ইকির মিকির'-এর (Ikir Mikir) পর দ্বিতীয় ছবি নিয়ে আসছেন পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee)। প্রকাশ্যে এসেছে প্রথম মোশন পোস্টার। ছবির নাম 'কালিয়াচক চ্যাপ্টার ১' (Kaliachak Chapter 1)। কাদের দেখা যাচ্ছে মুখ্য চরিত্রে? বিনোদনের আন্তর্জালিক দুনিয়ায় আজ নজর কাড়লেন কোন কোন তারকা? দেখে নিন সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

ক্রাইম থ্রিলার ঘরানার ছবি 'কালিয়াচক চ্যাপ্টার ১' নিয়ে হাজির রাতুল, প্রকাশ্যে মোশন পোস্টার

ক্রাইম অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি নিয়ে আসতে চলেছেন অভিনেতা, পরিচালক রাতুল মুখোপাধ্যায়। এটি তাঁর পরিচালিত দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি। 'কালিয়াচক চ্যাপ্টার ১' মূলত পশ্চিমবঙ্গের শহরতলির প্রেক্ষাপটে তৈরি একটি কাল্পনিক গল্প। ছবির গল্পটি একটি গোলকধাঁধার মতো এবং এর মধ্যে দর্শককে শেষ পর্যন্ত তাঁদের আসনে স্থির রাখার মতো সমস্ত উপাদান রয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম মোশন পোস্টার। শ্যুটিংও প্রায় শেষের দিকে। পরিচালক জানান কালিয়াচক অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং সেখানকার বরং বলা ভাল, গোটা মালদার মানুষের থেকে ছবির গোটা টিম ভালবাসাও পেয়েছেন। যদিও ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে মালদার রতুয়ায়। মহম্মদ আজহারউদ্দিন প্রযোজিত, 'বাংলা ফিল্মস' ও 'শাহি বাংলা ফিল্মস' নিবেদিত 'কালিয়াচক চ্যাপ্টার ১' ছবিতে দেখা যাবে একাধিক জনপ্রিয় শিল্পীকে। পুলিশ অফিসার সুধা মালাকারের চরিত্রে অভিনয় করবেন রূপাঞ্জনা মিত্র, ফজল মিঞাঁর চরিত্রে পার্থ সারথী, জাভেদ আহমেদের চরিত্রে দেবপ্রতিম দাশগুপ্ত, আশিক আহমেদের চরিত্রে অসীম আখতার, বিকাশ পারুইয়ের চরিত্রে দেবপ্রসাদ হালদার ও আক্রম আহমেদের চরিত্রে দেখা যাবে প্রতীশ ঘোষকে। ডিসেম্বরে ছবি মুক্তির কথা ভাবছেন পরিচালক। এই মাসেই এক বিশেষ দিনে টিজার মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে দিন এখনই বলতে চাননি তিনি।

 

দ্বিতীয় বার বিয়ে সারলেন পাক-অভিনেত্রী মাহিরা খান, আবেগঘন বরের ভিডিও ভাইরাল

দ্বিতীয় বার বিয়ে সারলেন শাহরুখ খানের (Shah Rukh Khan Actress) জনপ্রিয় অভিনেত্রী। পাক অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan) শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। শাহরুখ খানের 'রইজ' (Raess) ছবিতে অভিনয় করে বলিউডে নাম লিখিয়েছিলেন তিনি। বিয়ে করলেন ব্যবসায়ী সেলিম করিমকে (Salim Karim)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মাহিরা খানের দ্বিতীয় বিয়ের ছবি। 'হমসফর' অভিনেত্রী বিয়ে করলেন ব্যবসায়ী সেলিম করিমকে। বিয়ের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মাহিরা খানের ম্যানেজার অনুশয় তালহা খান, সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে মাহিরা হেঁটে আসছেন হবু বরের দিকে। ভিডিওয় দেখা যাচ্ছে হবু স্ত্রীকে দেখে আবেগঘন সেলিম, ধরে রাখতে পারছেন না চোখের জল। সামনে পৌঁছতেই মাহিরার দিকে এগিয়ে গিয়ে নিজের হাতে তুললেন ঘোমটা। এরপর স্ত্রীকে জড়িয়ে ধরে আদুরে চুম্বন আঁকলেন কপালে। বরকে বাহুডোরে বাঁধলেন অভিনেত্রীও। 

 

আরও পড়ুন: Top Entertainment News Update: কঙ্গনার নতুন ছবির ঝলক প্রকাশ্যে, শিবপ্রসাদ-নন্দিতার 'রক্তবীজ'-কে শুভেচ্ছা অমিতাভের, বিনোদনের সারাদিন