কলকাতা: দুই টলিউড অভিনেতার ক্রিসমাস উদযাপনে লাগল গল্পের ছোঁয়া। এই শহর কলকাতার বুকে ক্রিসমাস উদযাপনে মাতলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল এই দুই টলি তারকার ক্রিসমাস উদযাপনই। নজর রাখা যাক.. 


 


ক্রিসমাসের আগেই ঋতাভরী যেন সান্তাক্লজ.. খুদে পড়ুয়াদের জন্য কী কী আয়োজন করলেন?


তিনি সবসময়েই সবার থেকে আলাদা... যে কোনও উৎসবেই নিয়ম করে পালন করেন তাঁর এই দায়িত্ব। তবে সেটা কেবল দায়িত্ববোধ থেকে নয়, ভালবাসা থেকেও। আর সেই টান এতটাই যে দীর্ঘদিন এই খুদেদের সঙ্গে দেখা না হলেই মনখারাপ হয়ে যায় এই নায়িকার। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। আর তাঁর সেই দায়িত্ব? সেই খবরও সবারই ইতিমধ্যেই জানা। ঋতাভরী ও তাঁর মা শতরূপা সান্যাল দায়িত্ব নিয়ে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এই স্কুল চালান। এই খবর ঋতাভরীর অনুরাগীরা মোটামোটি সবাই জানেন। 'দ্য আইডিয়াল স্কুল অফ ডেফ' (The Ideal School of Deaf) -এর শিশুদেরও খুব প্রিয় মানুষ ঋতাভরী। কেন? কারণ কেবল স্কুলের দায়িত্ব নেওয়া নয়, ঋতাভরী অঙ্গাঙ্গিভাবে জড়িত এই স্কুলের প্রত্যেকটা শিশুদের সঙ্গে। দুর্গাপুজো হোক বা ক্রিসমাস, জন্মদিন হোক বা শিশুদিবস... ঋতাভরীর প্রত্যেক আনন্দ উৎসবের যেন শুরুই হয় এই খুদেদের হাত ধরেই। ঋতাভরী প্রত্যেক উৎসবেই হাজির হয়ে যান স্কুলের এই ছোটদের কাছে। শুধু তিনি একা নন.. সঙ্গে নিয়ে যান প্রচুর উপহার ও খাবার। স্কুলে যেন সেদিন আনন্দের মেলা বসে। আক্ষরিক অর্থেই। স্কুলের মাঠে বাচ্চাদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন জয় রাইডস থেকে শুরু করে বিভিন্ন খাবার ও ছোটবেলার স্মৃতিতে ভরা একগুচ্ছ মজার জিনিসে। এই ক্রিসমাসেও অন্যথা হল না সেটা। ক্রিসমাসের আগেই 'দ্য আইডিয়াল স্কুল অফ ডেফ' (The Ideal School of Deaf) -এ পৌঁছে গিয়েছিলেন ঋতাভরী। সঙ্গে ছিলেন মা শতরূপাও। এদিন স্কুলের মাঠে আয়োজন করা হয়েছিল বিভিন্ন জয়রাইডসের। হাজির ছিল খোদ সান্তাক্লজও। সবার সঙ্গে আনন্দে মেতে উঠলেন ঋতাভরী। সান্তাক্লজের সঙ্গেও মজলেন নাচের তালে। ছোটদের সঙ্গে মজলেন সেলফিতে। কাটলেন 'মেরি ক্রিসমাস' লেখা কেকও। সব বাচ্চাদের মাথায় লাল-সাদা টুপি, মুখে ঝলমলে হাসি.. সব মিলিয়ে স্কুল জোড়া যে এক আনন্দ উৎসবের আয়োজন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করে নিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। 


 






'সমাজ যাঁদের ওপর নির্মম', তাঁরাই এবার পরমব্রতর ক্রিসমাসের সঙ্গী


পায়ে পায়ে বছর প্রায় শেষ। শহর কলকাতা ব্যস্ত ক্রিসমাস উদযাপনে। সেই দলে নামম লেখালেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-ও। তবে একটু অন্যভাবে। কেক মিক্সিং থেকে শুরু করে ক্রিসমাসের সব উদযাপনই হল.. তবে তা খুদেদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত। একটি বিশেষ ক্যাফেতে পৌঁছে গিয়েছিলেন পরমব্রত, যেটা চালান HIV পজিটিভ মানুষেরা। তবে কেবল বড়রা নন, সেখানে রয়েছে অনেক খুদেও। পরমব্রত তাঁদের সঙ্গে হাত লাগান কেক মিক্সিংয়ে। এই আয়োজন মন ছুঁয়ে যায় অভিনেতার, তা ফুটে ওঠে লম্বা পোস্টে তাঁর লেখায়। কলকাতার বুকে একটি ক্যাফে রয়েছে যা চালান HIV পজিটিভ মানুষেরা। পরমব্রত লিখছেন, 'এখানে যে বাচ্চাদের দেখছেন তাঁরা প্রত্যেকে HIV পজিটিভ। সমাজ এদের ওপর বড় নিষ্ঠুর ব্যবহার করেছে। কখনও কখনও ওদের একা রেলস্টেশনে ছেড়ে দিয়েও চলে গিয়েছে। তবে এই শিশুরা তাদের বাড়ি খুঁজে পেয়েছে এই কলকাতাতেই। 'সোনার পাহাড়' ছবি পরিচালনার সময় থেকেই এই ক্যাফে ও মানুষগুলোর সঙ্গে যুক্ত পরমব্রত। আর সোশ্যাল মিডিয়ায় সেই সময় কাটানোর ছবিই শেয়ার করে নিয়েছেন পরমব্রত। সদ্য বিদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন পরমব্রত। বিয়ের পরে এটাই তাঁর প্রথম ক্রিসমাস। তবে এবার পরমব্রতর ক্রিসমাস কাটছে বেশ অন্যরকমভাবেই। এই ক্যাফেটি ছাড়াও স্কুলে গিয়ে ছোটদের সঙ্গে সময় কাটান পরমব্রত। 


 






আরও পড়ুন: Top Entertainment News: শাহরুখের রেকর্ড ভাঙলেন প্রভাস, নতুন ছবির ঘোষণা কিং খানের, বিনোদনের সারাদিন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।