কলকাতা: পর্দার গল্প থেকে শুরু করে বাস্তব, রুপোলি পর্দার সঙ্গে অনুরাগীদের সেতুবন্ধন ঘটায় সোশ্যাল মিডিয়া। সেখানে যেমন অনুরাগীরা ভাগ করে নেন তাঁদের নিজেদের জীবনের কথা, তেমনই অনুরাগীরাও তাঁদের মতামত পৌঁছে দিতে পারেন তাঁদের কাছে। ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে ছবির প্রস্তুতি বা ক্যামেরার পিছনের খুঁটিনাটি, এ সব কিছুরই ঝলক মেলে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আবার, দিনভর সোশ্যাল মিডিয়ায় নিজেদের টুকরো টুকরো জীবনযাপনও ভাগ করে নিতে ভালবাসেন তারকারা। ছবি মুক্তি হোক বা নতুন ছবির ঘোষণা... প্রতিদিন, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। .. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
এবার দ্রৌপদীর চরিত্রে রুক্মিণী
বড়পর্দায় ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আজ, শুক্রবার ঘোষণা করা হয়েছে নতুন ছবি 'দ্রৌপদী'র (Draupadi) নাম, প্রকাশ্যে এসেছে ছবির টিজার পোস্টার। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) প্রযোজনায় দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই 'বিনোদিনী - একটি নটির উপাখ্যান' ছবির কাজ শেষ করেছেন রুক্মিণী মৈত্র। সেই ছবিরও প্রযোজক 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'। এবার সেই একই পরিচালক-প্রযোজক-অভিনেত্রীর ট্রায়ো নিয়ে আসতে চলেছে নতুন ছবি 'দ্রৌপদী'। প্রকাশ্যে এলেছে প্রথম টিজার পোস্টার। এদিন নির্মাতাদের তরফে যে টিজার প্রকাশ করা হয় সেখানে দেখা যাচ্ছে সিংহের মুখ, যার সামনে সিংহাসন। তারও সামনে জ্বলছে যজ্ঞের আগুন। গোটাটা দেখে মনে হচ্ছে গুহার মধ্যে অবস্থিত, জ্বলছে মশালও। এটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'গর্বের সঙ্গে আমরা আমাদের পরবর্তী ছবির নাম ঘোষণা করছি, 'দ্রৌপদী', যা শ্রীমতি প্রতিভা রায়ের লেখা 'যাজ্ঞসেনী' উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। ছবির পরিচালনা করছেন রামকমল মুখোপাধ্যায়, নাম ভূমিকায় রুক্মিণী মৈত্র। আপনাদের সকলের থেকে শুভেচ্ছা চাই।'
যাত্রা শুরু রকি-রানির
আজ তাঁর বলিউডের ছবি মুক্তি। আর তাই, আদ্যপান্ত বাঙালি অভিনেতা সকাল সকাল হাজির হলেন মন্দিরে। ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করলেন নতুন সফর। আজ মুক্তি পেল কর্ণ জোহর (Karan Johar) অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবিটি। আর সেখানেই, গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranbir Singh)। আলিয়া এই ছবিতে বাঙালি কন্যা, তার বাবা ও মায়ের ভূমিকায় দেখা যাবে চূর্ণি গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) ও টোটাকে। আজ সকাল সকাল, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেন টোটা। সকালে এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিয়েছেন টোটা। সোশ্যাল মিডিয়ায় দক্ষিণেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করে টোটা লেখেন, 'দক্ষিণেশ্বর মন্দিরে, মায়ের আশীর্বাদ চাইলাম রকি আর রানি আর তাদের প্রেমের গল্পের জন্য। আপনাদেরও সাহায্য, আশীর্বাদ দরকার এই ছবির জন্য।' ছবিতে আলিয়া হয়েছে চট্টোপাধ্যায় পরিবারের কন্যা। মহেশ চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন