কলকাতা: রবিবার প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পরে জানা গেল, কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিজেপিতে যোগদান করলেন তিনি। আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিলেন দলীয় পতাকা। ভূমিকন্যা হিসেবে হিমাচলের মান্ডির হয়ে নির্বাচনে চলছেন তিনি। তবে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করার ঠিক পরের দিনই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেত্রীর কাছ থেকে কুরুচিকর মন্তব্যের শিকার হলেন কঙ্গনা। পাল্টা উত্তর দিতে অবশ্য ছাড়লেন না নায়িকাও। অন্যদিকে, এই প্রথম, দোলের দিন পরিবারের সঙ্গে দোলখেলার ছবি শেয়ার করতে গিয়ে কন্যার ছবি শেয়ার করে নিলেন আবির-পত্নী নন্দিনী। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় থাকল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি। 


বিজেপি প্রার্থী হতেই কঙ্গনাকে কুরুচিকর আক্রমণ কংগ্রেস নেত্রীর, পাল্টা জবাব অভিনেত্রীরও


রবিবার বিজেপির পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে দেশজুড়ে। আর সেখানে এমন কিছু নাম রয়েছে যা বেশ চমকপ্রদই বলা যায়। এতদিন বিজেপির সমর্থকই ছিলেন তিনি, তবে ঘোষিত নয়। রবিবার প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পরে জানা গেল, কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিজেপিতে যোগদান করলেন তিনি। আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিলেন দলীয় পতাকা। ভূমিকন্যা হিসেবে হিমাচলের মান্ডির হয়ে নির্বাচনে চলছেন তিনি। তবে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করার ঠিক পরের দিনই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেত্রীর কাছ থেকে কুরুচিকর মন্তব্যের শিকার হলেন কঙ্গনা। পাল্টা উত্তর দিতে অবশ্য ছাড়লেন না নায়িকাও। ঠিক কী ঘটেছে? রবিবার প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে রাজনীতিতে যোগদান করা ও প্রার্থী হওয়ার কথা জানিয়েছিল কঙ্গনা। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সোমবারই এক্স অ্যাকাউন্ট (প্রাক্তন ট্যুইটার) থেকে কঙ্গনার পুরনো একটি ছবি শেয়ার করে নেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শিন্ডে (Supriya Shrinate)। ছবির ক্যাপশানে সুপ্রিয়া লিখেছিলেন, 'মান্ডিতে এখন কত দাম চলছে দয়া করে জানাবেন?' পরে অবশ্য সেই পোস্টটি মুছে ফেলেন সুপ্রিয়া। তবে এই আক্রমণের পাল্টা জবাব দিতে ছাড়েননি কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় সুপ্রিয়ার পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে নিয়ে কঙ্গনা লেখেন, 'প্রিয় সুপ্রিয়াজী, একজন অভিনেত্রী হিসেবে ২০ বছরের কেরিয়ার আমার। সমস্ত পেশার, সমস্ত চরিত্রের নারীর ভূমিকায়তেই আমি অভিনয় করেছি। যেমন 'কুইন' ছবিতে আমি একজন ভীতু মেয়ে, তেমনই 'ধড়ক'-এ একজন ভীষণ সাহসী মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। মণিকর্ণিকা ছবিতে যেমন আমি একজন রানির ভূমিকায় অভিনয় করেছি, তেমনই চন্দ্রমুখীতে পেত্নী সেজেছি। 'রাজ্জো' ছবিতে একজন দেহব্যবসায়ীর ভূমিকায় আমায় দেখেছেন মানুষ, আবার 'থালাইভি'-তে একজন দুঁদে রাজনৈতিক নেত্রীর ভূমিকায়। আমার মনে হয়, আমাদের মেয়েদের এবার সংস্কারমুক্ত করে বড় করা উচিত। ঘরের মেয়েদেরও সেখানো উচিত প্রত্যেকটা পেশা সম্মানের যোগ্য। যাঁরা দেহব্যবসা করেন, তাঁদেরও সম্মানটা পাওয়া উচিত।'


 






পরিবারের সঙ্গেই আবিরের আবির-খেলা, দোলে প্রথম প্রকাশ্যে আনলেন কন্যা ময়ূরাক্ষীকে


বাবা-মা দুজনেই যুক্ত অভিনয় জগতের সঙ্গে। তবু পরিবারকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন টলিউডের প্রথম সারির অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। বিভিন্ন ফিল্মি পার্টিতে অবশ্য আবিরের পাশেই থাকেন স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। তিনি অবশ্য অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন। তবে একমাত্র কন্যা ময়ূরাক্ষীকে সচরাচর প্রকাশ্যে আনেন না আবির বা নন্দিনী কেউই। পায়ে পায়ে বয়স বেড়েছে ময়ূরাক্ষীর। এখন যে সদ্য প্রায় কিশোরী। তবুও বাবা-মায়ের সঙ্গে কোনও ক্যামেরার সামনে আসেন না তিনি। এই প্রথম, দোলের দিন পরিবারের সঙ্গে দোলখেলার ছবি শেয়ার করতে গিয়ে কন্যার ছবি শেয়ার করে নিলেন আবির-পত্নী নন্দিনী। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নন্দিনী। যেখানে টলিউডের অন্যান্যরা মেতেছেন পুল পার্টি অথবা নাচে-গানে, তখন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন আবির। বাড়িতেই, এক্কেবারে নিজের মতো করে। আবির কখনোই তেমন টেক স্যাভি নন, আর তাই তাঁর প্রোফাইলে শর্টস বা রিলসের ভিড়ও নেই। ছবির প্রচার বা বিজ্ঞাপনী সংক্রান্ত পোস্টই মূলত পাওয়া যায় আবিরের প্রোফাইলে। অন্যদিকে স্ত্রী নন্দিনীর প্রোফাইলের অধিকাংশ ছবিই তাঁর একার অথবা আবিরের সঙ্গে। কন্যাকে লাইমলাইট থেকে আড়ালেই রাখেন তাঁরা। তবে এই পন্থাই এখন অবলম্বন করেন বলিউড থেকে শুরু করে টলিউডের অনেক বাবা-মা। তারকাদ্যুতি যেন সন্তানের শৈশবে আঁচ না ফেলে, সেই কারণেই সম্ভবত এই পন্থা। বলিউডের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে শুরু করে টলিউডে নুসরত জাহান - যশ দাশগুপ্ত বা শুভশ্রী গঙ্গোপাধ্যায় - রাজ চক্রবর্তী সন্তানদের অনেক সময়েই আড়ালে রাখেন তাঁরা। আবির চট্টোপাধ্যায়ের কন্যাকে নিয়ে তেমন চাপা উত্তেজনা ছিলই। এর আগে একবার ময়ূরাক্ষীর জন্মদিনে প্রকাশ্যে এসেছিল তাঁর ছবি। আর এবার, মা নন্দিনী নিজেই ছবি শেয়ার করে নিলেন মেয়ের। সন্তানের ছবি প্রকাশের জন্য রঙের উৎসবের চেয়ে ভাল দিন আর কিই বা হতে পারে। ছবিতে স্পষ্ট, রঙের উৎসবে বাবা-মায়ের সঙ্গে মেতেছে ময়ূরাক্ষীও।


 






আরও পড়ুন: Tollywood Holi Celebration: কারও বাড়িতে পার্টি, কোথাও নাচ-গান.. রঙে রঙে টলিউড মাতল বসন্ত উদযাপনে