কলকাতা: প্রথমবার ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 'হইচই' (Hoichoi)-এর সিজন ৭-এর ঘোষণার দিনের অন্যতম চমক ছিল মিমির ওয়েব দুনিয়ায় পা রাখা। আজ মুক্তি পেয়েছে সিরিজটির মোশন পোস্টার। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল এক ক্রিকেট ম্যাচ দিয়ে। আজ সোশ্যাল মিডিয়ায় সেই বর বনাম বধূর ক্রিকেট ম্যাচের ভিডিও শেয়ার করে নিলেন রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সেই সঙ্গে শেয়ার করে নিলেন, তাঁদের বিয়েতে আয়োজন করা হয়েছিল কী কী খেলার! দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন তারকার পোস্ট? নজরে থাকুক সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি


চোপড়া বনাম চড্ডা ক্রিকেট ম্যাচ, পরিণীতি-রাঘবের পরিবারের মধ্যে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা


বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল এক ক্রিকেট ম্যাচ দিয়ে। আজ সোশ্যাল মিডিয়ায় সেই বর বনাম বধূর ক্রিকেট ম্যাচের ভিডিও শেয়ার করে নিলেন রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সেই সঙ্গে শেয়ার করে নিলেন, তাঁদের বিয়েতে আয়োজন করা হয়েছিল কী কী খেলার! পরিণীতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, ভারতীয় নিয়ম মেনেই বিয়ে হয়েছিল তাঁদের। তবে বিয়ের অনুষ্ঠানের আগে আয়োজন করা হয়েছিল একাধিক খেলাধূলোর। কী কী ছিল তার মধ্যে? পরিণীতি জানাচ্ছেন, খেলার তালিকায় ছিল মিউজিক্যাল চেয়ার, চামচে লেবু নিয়ে দৌড়, তিন পায়ের দৌড় এবং অবশেষে ছিল একটা ক্রিকেট ম্যাচ। পরিণীতি লিখছেন, 'নববধূ নিজের ক্ষমতা প্রয়োগ করে সমস্ত ভাল ক্রিকেটরদের নিজের দলে নিতে পেরেছিল। তবে হার বা জিত শেষ কথা নয়, দুই পরিবারের মধ্যে সম্পর্ক, হাসি, আনন্দই ছিল এই খেলাগুলোর উদ্দেশ্য। চড্ডা-চোপড়া লড়াইটা দুর্দান্ত ছিল।'


 






প্রথম ওয়েব সিরিজে আইনজীবীর চরিত্রে মিমি, বিপরীতে টোটা


 প্রথমবার ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 'হইচই' (Hoichoi)-এর সিজন ৭-এর ঘোষণার দিনের অন্যতম চমক ছিল মিমির ওয়েব দুনিয়ায় পা রাখা। টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury)-র বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন মিমি। সিরিজের নাম 'যাহা বলিব সত্য বলিব'। গত শুক্রবার, হইচই সিজন ৭-এ নতুন ও পুরনো মিলিয়ে মোট ২৪টা ওয়েব সিরিজের ঘোষণা করা হয়েছে। এরমধ্যে একটি হল মিমির নতুন এই ওয়েব সিরিজ, পরিচালনায় চন্দ্রাশীষ রায়। একটি বাস্তব ঘটনাকে তুলে ধরা হবে এই সিরিজের গল্পের মাধ্যমে। সিরিজে টোটার নাম জয়রাজ সিংহ ও মিমির চরিত্রের নাম পৃথা রায়। একটি ঘটনা নিয়ে আইনি টানাপোড়েনকে ফুটিয়ে তোলা হবে এই গল্পে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং।  'হইচই' সিজন ৭-এর অনুষ্ঠানে সোনালি শাড়িতে ঝলমলে হয়ে এসেছিলেন মিমি। মঞ্চে দাঁড়িয়ে পরিচালক আভাস দেন, এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনৈতিক বিষয়ও। যদিও ঘটনাটি খুব পুরনো নয়, তবে বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার অনুপস্থিতি। এই ঘটনা যে সময়ের, তখন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। সেই কারণেই সাম্প্রতিক ঘটনা হলেও এটাকে পিরিয়ড গল্পের মতো করেই তৈরি করা হয়েছে বলে মত পরিচালকের। আজ মুক্তি পেয়েছে এই সিরিজের মোশন পোস্টার। 


 


 






আরও পড়ুন: Top Entertainment News: দেবশ্রীর মেয়ের ভূমিকায় স্বস্তিকা, অনুপমের নতুন গান মুক্তি, দেখে নিন বিনোদনের সারাদিন