কলকাতা: এবার পথিকৃৎ বসুর ছবিতে বড় চমক। নন্দী মুভিজ় ও জিতজ় ফিল্মওয়ার্কসের-এর যৌথ প্রযোজনার আসছে নতুন সিনেমা 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। ইতিমধ্যেই জানা গিয়েছিল এই সিনেমার মুখ্যভূমিকায় থাকতে চলেছেন জিৎ (Jeet)। আর এবার, প্রকাশ্যে এল নতুন তথ্য এই সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে টোটা রায়চৌধুরী (Tota Roychoudhury)-কে। এই প্রথমবার জিতের বিপরীতে দেখা যাবে টোটাকে। টলিউড থেকে শুরু করে বলিউড, টোটার জীবনের দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। আর এবার ইতিহাসধর্মী ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে।
এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে টোটা বলছেন, 'একজন অভিনেতা হিসেবে আমি সবসময় চিত্রনাট্যকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' পড়ার পরেই বুঝেছিলাম, এই গল্পের মধ্যে সেই দৃঢ়তা ও গভীরতা রয়েছে যা আমি খুঁজছিলাম। আমার চরিত্রটায় অনেকগুলি স্তর রয়েছে। এখানে কিছু বিশেষ বৈশিষ্ট্য ও সূক্ষ্মতা রয়েছে। এই সিনেমাটা করতে আমি যথেষ্ট আগ্রহী। আমি সবসময় পথিকৃতের কাজ পছন্দ করেছি। এবার কাজের সুযোগ পেয়েছি বলে ভাল লাগছে। প্রযোজক প্রদীপ কুমার নন্দীও ছবিটি নিয়ে ভীষণ পেশাদার। সর্বোপরি, জিৎ আর আমি বহুদিনের বন্ধু হলেও, তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। প্রথমবার একসঙ্গে এই ছবি পর্দায় নিয়ে আসতে পেরে ভীষণ খুশি।'
টোটার সঙ্গে একসঙ্গে কাজ নিয়ে পরিচালক পথিকৃৎ বলছেন, 'আমি ভীষণ উচ্ছ্বসিত যে, টোটা রায়চৌধুরী 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিতে দুর্গা রায়ের চরিত্রে অভিনয় করছেন। টোটাদার বড় ভক্ত হিসেবে আমি সবসময়ই তাঁর ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতিকে প্রশংসা করেছি, আর বহুদিন ধরে চেয়েছি তাঁকে একেবারে পূর্ণাঙ্গ অ্যাকশন অবতারে দেখতে। এই ছবিটা সেই স্বপ্নকে সত্যি করছে।দুর্গা রায় আসলে অনন্ত সিংহের চিরশত্রু — নেতিবাচক অর্থে নয়, বরং এক শক্তিশালী আইনরক্ষক হিসেবে বিদ্রোহের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক প্রতিপক্ষ। একে অনেকটা ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান দ্বন্দ্বের মতো বলা যায় — দুই দিক থেকে আসা দুই মহীরুহের সংঘর্ষ। তাই জিৎদা আর টোটাদার মুখোমুখি সংঘর্ষ নিঃসন্দেহে হবে এক দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা। টোটা দা-ই সেই উপযুক্ত অভিনেতা, যিনি তীব্রতা, ভারসাম্য আর কর্তৃত্ব এনে জিৎ-দার পর্দার আভার বিপ্রতীপে সমানভাবে একটি চরিত্রকে গড়ে তুলতে পারবেন।