শ্রীরামপুর: তাঁদের সারাদিন কাটে রাস্তাতেই। সেখানেই তাঁদের ডিউটি। সারাদিন ধরে যাতে সঠিকভাবে গাড়ি যাতায়াত করতে পারে রাস্তা দিয়ে, সেটা দেখাই তাঁদের কাজ। কিন্তু সেই রাস্তাতেই ঘনিয়ে এল বিপদ! কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে উধাও হয়ে গেল বেপরোয়া গাড়ি! ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পিয়ারাপুরের কাছে দিল্লি রোডে। সিসি ক্যামেরাবন্দি দুর্ঘটনার ভয়াবহ ছবি! রাক্ষুসে গতিতে যে গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে, সেই গাড়িটির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

দিল্লি রোড এমনিতেই বেশ ব্যস্ত রাস্তা, সারাদিনই ছোট বড় গাড়ির যাতায়াত রয়েছে রাস্তা জুড়ে। মোড়ে মোড়ে ট্রাফিক কর্মী থাকলেও, তাঁদের কাজ চাপ বেশ বেশি থাকে। এদিন নিয়ম মাফিক নিজের জায়গায় ডিউটি করছিলেন ট্রাফিক কর্মী সরোজকুমার দাস। পিয়ারাপুরে ডিউটি করছিলেন তিনি। এই সময়েই, কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে প্রচণ্ড গতিতে যাচ্ছিল একটি গাড়ি। হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করেন সরোজকুমার দাস। কিন্তু অভিযুক্ত গাড়িটি না থেমে সজোরে ধাক্কা মারে সরোজকে। এরপরে না থেমেই নিজের গতিতে বেরিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থল থেকে সরোজকে উদ্ধার করে প্রথমে পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। গুরুতর আহত হয়েছেন ওই ট্রাফিক কর্মী। প্রাথমিক চিকিৎসার পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের চিকিৎসেরা বোঝেন, তাঁর অবস্থা বেশ গুরুতর। পরিস্থিতি বুঝে, তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ‘ভারতে সড়ক দুর্ঘটনা ২০২৩’ প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ২০২৩ সালে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মিলিয়ে ভারতে মোট ৪.৮ লক্ষ পথ দুর্ঘটনার খবর রেকর্ড Road Accidents in India) করা হয়েছে আর ১.৭২ লক্ষ লোকের প্রাণহানির খবর জানা গিয়েছে। তবে ২০২৩ সালে আগের বছরের তুলনায় সড়ক দুর্ঘটনার সংখ্যা ৪.২ শতাংশ এবং প্রাণহানির সংখ্যা ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেই জানা যাচ্ছে এই রিপোর্টে। এই ১.৭২ লক্ষ সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মধ্যে পথচারী, সাইকেল আরোহী এবং দু-চাকার যানবাহন আরোহীর সংখ্যাই রয়েছে ৬৮ শতাংশ।

এই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ২০২৩ সালে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ বিভাগ মোট ৪ লক্ষ ৮০ হাজার ৫৮৩টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড করেছে, আর এর মধ্যে ১ লক্ষ ৭২ হাজার ৮৯০ জন প্রাণ হারিয়েছেন। আর এর সঙ্গে ৪ লক্ষ ৬২ হাজার ৮২৫ জন আহত হয়েছেন। উপরন্তু ৪ লক্ষ ৮০ হাজার ৫৮৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১ লক্ষ ৫০ হাজার ১৭৭টি দুর্ঘটনা ঘটেছে জাতীয় সড়কে (৩১.২ শতাংশ)। এর মধ্যে এক্সপ্রেসওয়েতে ঘটেছে ১ লক্ষ ৫ হাজার ৬২২টি দুর্ঘটনা (২২.০ শতাংশ) আর রাজ্য মহাসড়কে ঘটেছে ২ লক্ষ ২৪ হাজার ৭৪৪টি দুর্ঘটনা (৪৬.৮ শতাংশ)।