কলকাতা: হঠাৎ কোম্পানি থেকে নিখোঁজ এক মহিলা কর্মী, সন্দেহের তালিকায় টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)-র নাম! বাস্তব নয়, এটাই অভিনেতার নতুন ওয়েব সিরিজের প্রেক্ষাপট। অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty)-র পরিচালনায় নতুন ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করছেন টোটা, সিরিজের নাম 'নিখোঁজ' (Nikhoj)।
নতুন এই ওয়েব সিরিজে টোটা ছাড়াও থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenika Banerjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) ও অন্যান্যরা। ওয়েব সিরিজে টোটার চরিত্রের নাম রোমিত সেন। একটি সংবাদ মাধ্যম টিভি চ্যানেলের প্রধান সাংবাদিক ও সহ সভাপতি তিনি। মূলত চ্যানেলের প্রধান মুখ তিনি। আজ নিজের লুকের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা নিজেই। এবিপি লাইভকে টোটা বলছেন, 'আমি এর আগে এই ধরনের লুকে অভিনয় করিনি কখনও। অয়নের এই ছবিটা থ্রিলার, কিন্তু সেখানে উঠে আসবে সামাাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও। গল্পের প্রথমে টিভি চ্যানেলের একটি মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পুলিশের সন্দেহের তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ আমার চরিত্রটি। রোমিত সেন। কারণ নিখোঁজ হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ওই মেয়েটির সঙ্গে ছিল রোমিত। এই মহিলা কর্মীর নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার ফলে রোমিতের চরিত্র ঠিক কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সেটাই ফুটে উঠবে গোটা ওয়েব সিরিজ জুড়ে। কখনও রাজনৈতিক চাপ, কখনও আবার সামাজিক পরিস্থিতি, রোমিত আদৌ দোষী নাকি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে সেই উত্তর লুকিয়ে গল্পে।'
টোটা আরও জানান, এই ছবিতে ঘটনার তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। একজন ফরেনসিক বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কনীনিকা অভিনয় করবেন টোটার স্ত্রীয়ের চরিত্রে। এপ্রিল মাসের মাঝামাঝি শ্যুটিং শুরু হওয়ার কথা। মূলত কলকাতাতেই হবে অয়ন মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজের শ্যুটিং। 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা এই সিরিজের, তবে এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির দিন।
টোটা যে ছবিটি শেয়ার করে নিয়েছেন তার ক্যাপশনে লিখেছেন, 'রোমিত সেন, নির্দোষ না দোষী? পরিস্থিতির শিকার না অপরাধী? হইচই-এর ওয়েব সিরিজ অয়ন মুখোপাধ্যায়ের 'নিখোঁজ'-এ রয়েছে আরও অনেক দুর্দান্ত কাস্ট। শ্যুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি।'