কলকাতা: বোলপুরে 'রক্তবীজ' (Roktobeej) খুঁজছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর নতুন ছবির শ্যুটিং চলছে বোলপুরে। সোনাঝুরির জঙ্গলের শ্যুটিংয়ের খুঁটিনাটি জানল এবিপি লাইভ (ABP Live)।
যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে মিমি ও আবিরকে। সোনাঝুরির রোদে চলছে শ্যুটিং। সেখানে একটি গাঢ় নীল টি শার্টে ধরা দিয়েছেন মিমি, সাদামাটা সাজে আবিরও। শ্যুটিং ফ্লোরে হাজির ছিল এক সারমেয়ও। এদিনের শ্যুটিংয়ে সেও অভিনেতা। মিমি এমনিতেই পোষ্য ভালবাসেন। শ্যুটিংয়ের মধ্যে তার সঙ্গে সময়ও কাটাচ্ছিলেন তিনি। আর এই নতুন অতিথির সঙ্গে ফ্রেমবন্দি হলেন পরিচালক শিবপ্রসাদও।
খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি এই ছবির কাস্টিংয়ের তালিকা বেশ লম্বা। 'রক্তবীজ'-এ রয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)।
শান্তিনিকেতনে শ্যুটিং করতে মিমি ও আবির ছাড়াও গিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক। জোরকদমে চলছে শ্যুটিং। ইতিমধ্যে কিছুটা শ্যুটিং হয়ে গিয়েছে কলকাতাতেও।সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা। থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। অন্যদিকে বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির।
অন্যদিকে এই ছবির হাত ধরেই ভিক্টরের সঙ্গে প্রথম কাজ করবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সোশ্যাল মিডিয়ায় ভিক্টর ও অনুসূয়ার সঙ্গে ছবি শেয়ার করে শিবপ্রসাদ খবর দিয়েছেন 'নতুন কাজ'-এর। ছবির মুখ্য চরিত্রে মিমি ও আবির থাকলেও, সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই দুই বয়োজ্যেষ্ঠ তারকাকে। এছাড়াও, দেবাশীষ ও সত্যমও প্রথম কাজ করছেন উইন্ডোজ-এর সঙ্গে