কলকাতা: তিনি কী অভিমান করেছেন? সদ্য একটি বিতর্কের কারণে হঠাৎই শিরোনামে উঠে এসেছিলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। তবে সেই বিতর্ক নিয়ে মুখ খোলেননি তিনি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগতভাবেও কখনও সেই বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি টোটা। তবে এই প্রথম, বিতর্কের পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন টোটা। আর তার ক্যাপশানেই কি রইল তাঁর অভিমানের ইঙ্গিত?


সোশ্যাল মিডিয়ায় একটি শরীরচর্চার ছবি শেয়ার করে নিয়েছেন টোটা। এ অবশ্য নতুন নয়। টোটা ফিটনেস ফ্রিক। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের শরীরচর্চার ছবি শেয়ার করে নেন টোটা। তবে এই ক্যাপশন কিছুটা আলাদা। প্রসঙ্গত, টোটা ইনস্টাগ্রামেও এই ছবিটি শেয়ার করে নিয়েছিলেন। তবে, তার ক্যাপশন আলাদা। সোশ্যাল মিডিয়ায় টোটা লিখেছেন, 'ঢেঁকি তো, তাই স্বর্গে গেলেও ধানটাই ভাঙি। অবশ্য অনেকেই বলেন অকর্মার ঢেঁকি। হয়তো তাঁরা ঠিকই বলেন। তবে আমার ধান ভাঙা কিন্তু অবিরাম। তাতে কোনও আলস্য নেই, চাতুরি নেই, ফাঁকিবাজি নেই। এই ধান ভেঙে কি পাবো, কতদূর যাব, গন্তব্য কোথায়; জানিনা। আমার যে পথ চলাতেই আনন্দ।'


নিজেকে 'অকর্মার ঢেঁকি' বলে কি নিজের অভিমানের আঁচই দিলেন টোটা? তার অবশ্য উল্লেখ করেননি তিনি। তবে ঠিক কোন বিতর্কে জড়িয়েছিলেন টোটা? অনেকেই জানেন, 'শপথ ২' বলে একটি ছবিতে অভিনয় করছেন টোটা। রাজা চন্দের পরিচালিত সেই ছবিতে টোটাকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। তবে সদ্য, অক্ষয় তৃতীয়ার দিনে একটি ছোট্ট ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন টোটা। সেখানে একটি অ্যাকশনের দৃশ্য দেখা গিয়েছিল। আর সেখান থেকেই শুরু যাবতীয় সমস্যা। 


পরিচালক অভিযোগ করেন, টোটা তাঁকে না জানিয়েই ক্লিপিংসটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। আর এতে নাকি পরিচালক ও প্রযোজক দুজনেরই ভীষণ ক্ষতি হয়েছে। এখানেই শেষ নয়, পরিচালক টোটাকে বারে বারে অনুরোধ করার পরেও ক্লিপিংসটি তিনি মোছেননি সোশ্যাল মিডিয়া থেকে। এই ঘটনায় রাজা টেনে এনেছিলেন কর্ণ জোহরকেও। দিন দুয়েক পরে অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে ক্লিপিংসটি সরিয়ে ফেলেন টোটা। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে সেই সময়ে মুখ খোলেননি তিনি। 


এরপরে, সোশ্যাল মিডিয়ায় টোটার এই পোস্ট। অনেকেই মনে করছেন, নিজেকে 'অকর্মার ঢেঁকি' বলে অভিমানই জাহির করেছেন টোটা। যদিও যে পথ চলার কথা তিনি বলেছেন, সেই পথ অভিনয়ের। ব্যবসায়ী পরিবার থেকে আসা টোটা প্রথমে বাধার সম্মুখীন হয়েছিলেন অভিনয় করা নিয়ে। তবে বর্তমানে প্রতিষ্ঠিত তিনি। টোটা বুঝে গিয়েছেন, তাঁর এই 'পথ চলাতেই আনন্দ'



 


আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।