কলকাতা: একসময় ইন্ডাস্ট্রিতে তিনি নিজের জায়গা করে নিয়েছিলেন অ্যাকশন ছবির হাত ধরেই। একের পর এর অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তিনি যেমন দর্শকদের নজর কেড়েছিলেন, তেমনই ইন্ডাস্ট্রি তাঁকে চিনেছিল টলিউডের অন্যতম 'ফিট' অভিনেতা হিসেবেও। 


দীর্ঘদিন পরে, আবার বাণিজ্যিক ছবিতে ফিরছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। ২০১৫ সালে ‘শপথ’ নামে একটি ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এবার সেই ছবির সিক্যুয়াল পরিকল্পনা করেছেন পরিচালক রাজা চন্দ (Raja Chanda)। এই ছবিতে রণদীপ রায়ের ভূমিকায় দেখা গিয়েছিল টোটাকে। নতুন সিক্যুয়ালেও টোটাকে দেখা যাবে একজন নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায়। সোশ্যাল মিডিয়ায় ছবির লুকও শেয়ার করে নিয়েছেন টোটা। সেখানে দেখা গেল তাঁর চোখে সানগ্লাস, খাকি পোশাকে একটি বাইক চালাচ্ছেন তিনি। 


এই ছবিটায় টোটার চরিত্রে যথেষ্ট অ্যাকশন দৃশ্য রয়েছে। একদিকে যেমন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Our Rani Ki Prem Kahani)-ছবিতে কত্থক নাচ করে তাক লাগিয়েছিলেন তিনি, সেই টোটাকেই এবার দেখা যাবে ভরপুর অ্যাকশন করতে। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'টেক্কা' ছবিতে দেখা যাবে টোটাকে। এছাড়াও  নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ়ে দেখা যাবে তাঁকে। টলিউড ও বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই এখন কাজ করছেন টোটা। বলা ভাল, টলিউডের পরিচালকদের এখন অন্যতম পছন্দ টোটা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ়, 'যাহা বলিব সত্য বলিব'।


এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, এর আগে টোটা বলেছিলেন, ‘২০০৩ সালের অক্টোবর মাসের প্রথম মুক্তি পেল 'চোখের বালি'। সেইসময়ে প্রশংসার বন্যায় ভেসে গিয়েছিলাম। তারপরে আবার ২০ বছর কাজ.. সেই পথ চলা। এই ২০ বছর পরে এসে আমার সেই প্রশংসা, সেই ভালবাসায় ভাবছি। তবে এবার সেই ব্যাপ্তিটা আরও বৃহৎ। কেবল দেশে নয়, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সিঙ্গাপুর.... যেখানে যেখানে এই ছবি চলেছে, দর্শক আলাদা করে আমার সম্পর্কে জানতে চেয়েছে এতটাই ভাল একটা চরিত্র পেয়েছিলাম। বলতে পারেন এটা আমার কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। আমার কাছে একটা নতুন রাস্তা উন্মোচিত হল, সেটা বলিউডের রাস্তা। এর আগেও আমি বলিউডে কাজ করেছি। তবে এভাবে বড় ফিল্মমেকাররা কাজ করতে চাইছেন, ছবি অফার করছেন যে মাঝে মাঝে আমি নিজেই বিভ্রান্ত হয়ে পড়ছি কোন ছবিটা করব আর কোনটা করব না। তবে বাংলার জন্যও সময় রাখছি। যেহেতু প্রশংসা আর সুযোগ পাচ্ছি.. চাই না বাংলাকে ভুলে পাকাপাকিভাবে আরব সাগরের তীরেই চলে গেলাম। মুম্বইতে বলাই রয়েছে আমি আসা-যাওয়া করব তবে বাসস্থান থাকবে কলকাতাতেই। বলতে পারেন এটা আমার বঙ্গপ্রীতি।'


 






আরও পড়ুন: Tasnia Farin: তাসনিয়ার নতুন ছবিতে এক 'অসময়'-এর গল্প, পরিচালনায় কাজল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে