আকাশ থেকে সমুদ্র, জলপ্রপাত...সাপ, গরিলা, বাঁদর, সিংহ, বাঘ এবং গণ্ডার- অটোরিক্স দিয়ে তৈরি আজব হেলিপক্টারে চড়া, প্যারাশ্যুটে ঝাঁপ, পাহাড়ে কয়েকশ ফুট উঁচুতে কাঠের সেতু দিয়ে গাড়ি চালানো... নানান টুকরো টুকরো দৃশ্যে সাজানো ২.৪৯ মিনিটের ট্রেলারটি বেশ মজাদার।
ধামাল ৩-র স্টোরিলাইন মনে করিয়ে দেবে এই সিকোয়েলের প্রথম সিনেমাকে। ওই সিনেমায় একদল লোক গোপনস্থানে লুকানো ৫০ কোটি টাকার সন্ধানে যাত্রা করেছিল।
ধামাল ৩-র ট্রেলারে মৃত্যুর দোরগড়ায় থাকা এই ব্যক্তিকে লুকানো অর্থের তথ্য দিতে শোনা গিয়েছে। আর সেই গুপ্তধনের খোঁজেই অ্যাডভেঞ্চারপূর্ণ যাত্রা শুরু হয়।
অনিল কপূর ও মাধুরী দীক্ষিতকে বেশ কয়েক বছর পর রূপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে। তাঁদের কেমিস্ট্রি এই সিনেমায় কেমন, তারও ঝলক ধরা পড়েছে ট্রেলারে।