নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় আহত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিনের শারীরিক অবস্থা খুবই সংকটজনক। তাঁকে হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। গত ২৮ ডিসেম্বর পথ দুর্ঘটনায় ফুসফুস ও যকৃতে গুরুতর আঘাত লেগেছে তাঁর। এই অবস্থায় মার্টিনের পরিবারের লোকজন ক্রিকেট মহলের কাছে তাঁর চিকিত্সার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন। ভডোডরার হাসপাতালে জীবনদায়ী ব্যবস্থা রাখা হয়েছে তাঁকে।
বিসিসিআই ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে।বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) দিয়েছে ৩ লক্ষ টাকা। বিসিসিআই-এর প্রাক্তন আধিকারিক তথা বিসিএ-র সচিব সঞ্জয় পটেল তহবিল সংগ্রহের কাজে ভূমিকা নিয়েছেন। তিনি বলেছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি মার্টিনের পরিবারের সব ধরনের সাহায্য করার চেষ্টা করেছেন।
পটেল জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি মার্টিনের চিকিত্সার জন্য পাঁচ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। তিনি আরও বলেছেন, হাসপাতালের বিল ইতিমধ্যেই ১১ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। বিসিসিআই সরাসরি টাকা দিয়েছে। তাই চিকিত্সায় আপাতত ব্যাঘাত ঘটছে না।
১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত ভারতের হয়ে ১০ টি একদিনের ম্যাচ খেলেছেন মার্টিন। এরপর বরোদার কোচ ও খেলোয়াড় ছিলেন তিনি। টোরোন্টোতে ১৯৯৯-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। ওই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের দলে নেওয়া হয়েছিল তাঁকে। এক মরশুমে বরোদার হয়ে রঞ্জিতে ১০০০ রান করে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি।