কলকাতা: 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh o Durgo Rohosshyo) নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশই চড়ছে। এবার এই উন্মাদনা দ্বিগুন বাড়িয়ে প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার। দু মিনিট এগারো সেকেন্ডের ট্রেলার জুড়ে রয়েছে টান টান রহস্য়। আলো-অন্ধকারময় দুর্গে হয়ে চলা হত্য়ার সমাধানে পৌঁছন ব্য়োমকেশ। তারপর কী ঘটে তা দেখা যাবে ১১ অগাস্ট বড়পর্দায়। তবে ট্রেলারে ব্য়োমকেশ রূপী দেব (Dev)  সত্য়বতী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনয় নজর কেড়েছে আলাদা করে।


উল্লেখ্য়, এর আগে একাধিকবার ব্যোমকেশের সেট থেকে ছবি ভাগ করে নিয়েছিলেন দেব। ভাগ করে নিয়েছিলেন সত্যবতী বেশে রুক্মিণী আর অজিতের বেশে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-র ছবিও। তবে স্পষ্ট ছিল না তাঁদের সাজ। শ্যুটিং শেষের তাও প্রকাশ্যে আনেন দেব। তবে তা কিছুটা আবছা, ধোঁয়ায় ঢাকা। ঠিক গোয়েন্দা গল্পের মতোই রহস্যময়। 


 চারটি শিডিউলে শ্যুটিং হয়েছে বিভিন্ন জায়গায়। 


উল্লেখ্য়, মধ্যপ্রদেশের গড় কুণ্ডার দূর্গকে প্রথমেই পছন্দ হয়ে গিয়েছিল টিম ব্যোমকেশের। কিন্তু সেই দুর্গে শ্যুটিং করা ততটা সহজ ছিল না। দেব বলছেন, '২০০ থেকে ২৫০টা সিঁড়ি ভেঙে রোজ দুর্গে উঠতে হত। ব্যাপারটা অভিনেতা অভিনেত্রীদের কাছে যতটা কঠিন ছিল, তার চেয়ে আরও কঠিন ছিল শ্যুটিংয়ের অন্যান্য কর্মীদের জন্য। ভারী ভারী জিনিস নিয়ে অতগুলো সিঁড়ি বেয়ে ওঠা সহজ ছিল না ক্রু-দের জন্য। এই গোটা আউটডোর শ্যুটিংটা ছিল ভীষণ কষ্টসাধ্য। তবে পরিচালক ও চিত্রগ্রাহকের ভীষণ ভাল বোঝাপড়া। আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি কাজ করতে।'


এখানেই থামেননি দেব, বলেছিলেন, 'শ্যুটিং যতই কষ্টসাধ্য হোক না কেন, ফোর্টটা অসাধারণ সুন্দর। অনেকদিন পরে বাংলা ছবিতে মানুষ এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন।' দেব শেয়ার করে নিয়েছেন টুকরো টুকরো শ্যুটিংয়ের ছবিও। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার পিছনের বিভিন্ন দৃশ্য। অবশ্যই নজর কেড়েছে ফোর্টের সৌন্দর্য্য।


এর আগেও, ব্যোমকেশ নিয়ে নিজের ভাবনাচিন্তা শেয়ার করে নিয়েছিলেন দেব। ব্যোমকেশ মানেই কি চিন্তামগ্ন হয়ে ধূমপান? কিন্তু দেবের ব্যোমকেশ এদিক থেকে আলাদা। কেন? দেব বলছেন, 'ব্যোমকেশের স্টাইল স্টেটমেন্ট ধূমপান। কিন্তু রুক্মিণী যদি অন্তঃসত্ত্বা হয়, তাহলে সে ব্যোমকেশ হোক বা অজিত, তাদের সিগারেট ছোঁয়াও উচিত নয়। আমরাই তো সমাজকে তুলে ধরি। এই কারণে শুধু টিজারে কেন, গোটা ছবিতেই সিগারেট খাওয়ার কোনও দৃশ্য নেই। সমাজের কাছে এই বার্তাই দিতে চেয়েছিলামযে বাড়িতে কেউ অন্তঃসত্ত্বা থাকলে, ধূমপান তাদের জন্য মারাত্মক। আমায় যদি ব্যোমকেশ হতেই হয় তাহলে সেই ব্যোমকেশ হবে সিগারেট ছাড়া। এটাই ছিল আমার চ্যালেঞ্জ। দেবের থেকে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। যাঁরা আমায় নেতিবাচক মন্তব্য করেন তাঁদের সংখ্যা খুব কম। তবে তাঁরাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু যাঁরা আমায় ভালবাসেন, তাঁদের কাছে দেব যেন ছোট না হয়ে যায়.. সেটাও আমার দায়িত্ব ছিল।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial