সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুলের মধ্যেই অভব্য আচরণ করছেন সহশিক্ষক ও তৃণমূল কাউন্সিলরের স্বামী। স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করছেন আপত্তিকর ছবি। প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে খুনের হুমকি। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বনগাঁর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা দ্বারস্থ হয়েছেন পুলিশের। তৃণমূল কাউন্সিলরের (Trinamool Councillors) পাল্টা অভিযোগ, স্কুলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর স্বামী।                  


স্কুলের সামনে বিক্ষোভ, থানায় অভিযোগ দায়ের। শিক্ষিকাদের দাবি, এনিয়ে স্কুল  পরিদর্শকের কাছে নালিশ জানিয়েও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষিকাদের অভিযোগ, স্কুলেরই শিক্ষক ও বনগাঁ পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী, দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে স্কুলেই অভব্য আচরণ করছেন। এমনকী, স্কুলের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করছেন আপত্তিকর ছবি। 


কী বলছেন শিক্ষিকারা: অভিযোগকারী শিক্ষিকা বলছেন, আমি যে একজন মহিলা টিচার সেই বোধ নেই, একদম কাছে এসে বলছেন, আমি তোমার কী ক্ষতি করেছি...হুমকি দিচ্ছেন, রাস্তায় হ্যারাস করা হচ্ছে'।  


প্রতিবাদ করায় স্কুলে প্রার্থনা চলাকালীন শিক্ষিকাদের মারতে যান ওই শিক্ষক, অশ্রাব্য গালিগালাজও করেন বলে অভিযোগ। পুলিশের দ্বারস্থ শিক্ষিকারা অভিযুক্ত শিক্ষক অমিতাভ দাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্ত্রী বন্দনা দাস কীর্তনিয়া বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর পাল্টা অভিযোগ, স্বামীকেই স্কুলে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। যার জন্য তিনি হাসপাতালে ভর্তি।                                                               


শিক্ষিকাদের অভিযোগ, এনিয়ে স্কুল পরিদর্শকের কাছে নালিশ জানিয়েও কোনও কাজ হয়নি। বুধবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত শিক্ষিকারা। ঘটনা নিয়ে দায়িত্পপ্রাপ্ত স্কুল পরিদর্শক কুশল চক্রবর্তী জানিয়েছেন, এরকম একটা অভিযোগ শুনেছি। ঊর্দ্বতন কর্তৃপক্ষকে জানাব। 


আরও পড়ুন: Cooch Behar: নাবালিকার মৃত্যুর প্রতিবাদে জেলায় ছাত্র ধর্মঘটের ডাক SFI ও DSO-র, সকাল থেকে পিকেটিং


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial