কলকাতা: করোনা লকডাউনের জেরে বন্ধ সিনেমা হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্স। সিনেমা দেখার জন্য এখন সকলেরই ভরসা বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন। সেই কথা মাথায় রেখেই বুধবার থেকে অ্যামাজন প্রাইমে শুরু হল ‘ট্রান্স’-এর স্ট্রিমিং।


মালয়ালম ছবি ‘ট্রান্স’। পরিচালক আনোয়ার রশিদ। গল্পটি আবর্তিত হয়েছে বিজু প্রসাদ নামে কন্যাকুমারীর এক মোটিভেশনাল স্পিকারের জীবন নিয়ে। মানসিকভাবে বিকারগ্রস্ত ভাইয়ের মৃত্যুর পর মুম্বইয়ে পাড়ি দেন বিজু। সেখানেই একটি বাণিজ্যিক সংস্থা খ্রিস্টান ধর্মের যাজক হিসাবে তাঁকে নিয়োগ করে। নতুন ভূমিকায় তাঁর নাম হয় জোশুয়া কার্লটন। খুব অল্প সময়ের মধ্যে মানুষের হৃদয় জয় করে নেন তিনি।

প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। রয়েছেন নাজরিয়া নাজিম, দীলিশ পোথান, সৌবিন শাহির, চেম্বান বিনোদ জোস প্রমুখ। ২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘের সিনেমাটি দর্শকদের মন জয় করবে বলেই আশা নির্মাতাদের।