কলকাতা: বড়পর্দার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়, স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) সঙ্গে প্রথম কাজ, সব মিলিয়ে 'শ্রীমতী' অন্যতম বড় একটা প্রাপ্তি তৃণা সাহার (Trina Saha) কাছে। 'শ্রীমতী' অর্জুন দত্তের তৃতীয় ছবি। এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করলেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ। কেএসএস অর্থাৎ কান সিং সোধার  প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি। পর্দায় না হলেও, বাস্তবে তৃণা নিজেই 'শ্রীমতী'। তরুণ এই অভিনেত্রীর চোখে 'শ্রীমতী'-রা (Sreemati) ঠিক কেমন, শুনল এবিপি লাইভ (ABP Live)। 


বাস্তব জীবনে তৃণা নিজেই শ্রীমতী, মানে বিবাহিত। বিয়ের পরে তাঁর জীবন বদলেছে? হাসতে হাসতে তৃণার উত্তর, আমার তো একেবারেই বদলায়নি। আগের মতোই কাজ করছি, বাকি সবও এক। তবে হ্যাঁ, আমাদের আগের প্রজন্মের জীবন বিয়ের আগের আর পরের জীবনের আকাশ পাতাল তফাৎ। সংসারে ডুবে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যেতেন যেন অনেকেই। তবে এখন ধারণা বদলাচ্ছে, সংসারের পাশাপাশি মহিলারা নিজেদের ভালোলাগা খুঁজে নিতে শিখেছেন। পর্দায় ঠিক এমনই একটা গল্পকে তুলে ধরবে 'শ্রীমতী'। এই ছবির প্রত্যেকটা চরিত্রে ভীষণ বাস্তবের। প্রত্যেকটা মানুষই নিজের সঙ্গে মিল খুঁজে পাবেন। 'শ্রীমতী' হল সপরিবারে বসে, পপকর্ণ খেতে দেখার মতো একটা ছবি।'


আরও পড়ুন: SSR Death Case: মাদক-মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে খসড়া চার্জ জমা এনসিবি-র


প্রথমবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ। কেমন অভিজ্ঞতা হল তৃণার? অভিনেত্রী বলছেন, 'স্বস্তিকাদি হল এমন একজন অভিনেত্রী এবং ব্যক্তিত্ব যিনি আমাদের প্রজন্মের কাছে আদর্শ। আমরা ওনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকি সবসময়। পর্দায় আমার আর স্বস্তিকাদির যতটা ভালো সমীকরণ দেখানো হয়েছে, ক্যামেরার বাইরেও তাই। আসলে অফ ক্যামেরা ভালোবাসা আর বোঝাপড়াটা না থাকলে সেটাকে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা খুব মুশকিল। আমাদের সহ অভিনেতা অভিনেত্রীরা এত ভালো, আর এমন একটা মিষ্টি পরিচালক যে আমরা সবাই একেবারে পরিবারের মতোই কাজ করেছি।'


নিজেকে 'শ্রীমতী' হিসেবে কত নম্বর দেবেন তৃণা? হেসে ফেলে অভিনেত্রী বললেন, 'এটা আমার বরকে প্রশ্ন করতে হবে। তবে আমার মনে হয় না এখনও আদর্শ বউ হয়ে উঠতে পেরেছি আমি। নিজেকে নম্বর নিতে হলে মাত্র ২ বা আড়াই দেব।'