কলকাতা: জন্মদিন (Birthday)। বিশেষ দিন। আর প্রিয় মানুষের এই বিশেষ দিনে সেলিব্রেশন তো মাস্ট। আর তাই বরের জন্মদিনে দুর্দান্ত মজা করে কাটালেন তৃণা সাহা (Trina Saha)। আজ, ৮ জুন, নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) জন্মদিন।
নীলের জন্য বিশেষ পোস্ট তৃণার
অভিনেতা নীল ভট্টাচার্যের জন্মদিনে একের পর এক পোস্টে ভরিয়ে দিলেন অভিনেত্রী তৃণা। একটি পোস্টে দেখা গেল রেস্তোরাঁ কাঁপাচ্ছেন তাঁরা। কখনও ক্যাট ওয়াক তো কখনও নাচের তালে দম্পতি। ক্যাপশনে লিখলেন, 'কারণ আজ গোটা দিনটাই তোমাকে নিয়ে...।'
অপর পোস্টটি সেলিব্রেশনের। এক নামী রেস্তোরাঁয় বন্ধুবান্ধবদের উপস্থিতিতে চুটিয়ে আনন্দ করে উদযাপন করলেন জন্মদিন। তৃণা ও নীলকে একসঙ্গে পোজ দিতে দেখা গেল। সেই ছবি পোস্ট করে নীলকে ফের একবার শুভেচ্ছা জানান তিনি।
আরও পড়ুন: Anupam Kher: নিজের ৫২৫তম ছবির নাম ঘোষণা করলেন অনুপম খের, 'দ্য সিগনেচার'
আজ ৮ জুন, ৩২-এ পা দিলেন নীল ভট্টাচার্য। সোশ্য়াল মিডিয়ায় বন্ধু ও অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় উপচে পড়ে। 'কৃষ্ণকলি', 'ঠিক যেন লাভ স্টোরি', 'স্ত্রী' ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন তৃণা সাহা ও নীল ভট্টাচার্য।