নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল (K L Rahul)। বিসিসিআই (BCCI) সূত্রে এমনই জানা যাচ্ছে। এদিনই সাংবাদিক সম্মেলন করছিলেন রাহুল। তখনও বোঝা যায়নি যে ২৪ ঘণ্টা পর থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না রাহুলকে। তবে এর পরেই বিসিসিআই সূত্র মারফৎ জানানো হয় যে চোটের জন্য পাওয়া যাবে না কে এলকে। শুধু রাহুলই নন, দীর্ঘদিন পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করা কুলদীপ যাদবকেও (Kuldeep Yadav) পাওয়া যাবে না আসন্ন সিরিজে। বিসিসিআইয়ের তরফে পরে ট্যুইটেও সেই খবরের নিশ্চয়তা জানানো হয়েছে। জানা গিয়েছে কুঁচকিতে চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক। অন্যদিকে নেটে অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন কুলদীপ।


 






রাহুল ছিটকে যাওয়ায় তারঁ বদলি হিসেবে এবার টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বভার সামলাবেন ঋষভ পন্থ। এমনিও এই সিরিজের জন্য পন্থকে সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। তাই রাহুল ছিটকে যাওয়ায় তাঁকেই এবার অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে সহ অধিনায়কের দায়িত্ব বর্তেছে হার্দিক পাণ্ড্যর ওপর। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে কিছুদিন আগেই আইপিএলে জিতেছেন। তাই হার্দিককে পন্থের ডেপুটি বাছতে বেশি ভাবতে হয়নি।


ভারতের মাটিতে ৫টি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়া শিবির। এই সিরিজে ভারতীয় শিবিরে রয়েছেন একাধিক তরুণ মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য উমরান মালিক, অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই। এছাড়াও দীনেশ কার্তিকের মত অভিজ্ঞ ক্রিকেটারও ফিরে এসেছেন জাতীয় দলে।


আরও পড়ুন: ভাঙল ১২৯ বছরের পুরনো রেকর্ড, অজি দম্ভ চূর্ণ করে রঞ্জিতে নজির বাংলার