মুম্বই: তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিজেই নিজের ব্যাখ্যা দেয়। দেশের আইনের সঙ্গে তর্ক জোড়ার অধিকার আমাদের নেই। বললেন অমিতাভ বচ্চন। কৌন বনেগা ক্রোড়পতি সংক্রান্ত এক সাংবাদিক বৈঠকে বিগ বি বলেছেন এই কথা।

অমিতাভ বলেছেন, সমাজে মহিলাদের যেভাবে নানা ক্ষেত্রে ধরাবাঁধার মধ্যে থাকতে হয় তাতে দুঃখ হয় তাঁর। তরুণী মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হয় না কারণ তাদের বিয়ে হবে, শুধু শুধু টাকা খরচ করার দরকার নেই। কেবিসি-তে যোগ দিতে গিয়েও কত মেয়েকে নিজেদের গ্রামের, নিজেদের জীবনের কত সামাজিক বাধানিষেধ ভাঙতে হয়েছে। যখন নিজেদের জন্য দেখা স্বপ্ন সফল করতে পারে তারা, তখন সেই লড়াই তাঁকে প্রেরণা জোগায়।

তাই পিঙ্ক-এর মত ছবি করতে তিনি দুবার ভাবেন না। মেয়েরা দেশে যে পরিস্থিতির মধ্যে আছে তিনি জানেন, তাই যদি কেবিসি-র মাধ্যমে তিনি তাদের কাছে সামাজিক রক্তচক্ষু উপেক্ষা করার বার্তা পৌঁছে দিতে পারেন, তবে তার থেকে আনন্দের কিছু হবে না।

এটা কেবিসির নবম অধ্যায়। অমিতাভ জানিয়েছেন, তাঁর বারবার কেবিসির সঞ্চালক হওয়ার পিছনে অন্যতম কারণ হল, সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের গল্প শুনতে পান তিনি। এর আগে কখনও মুখোমুখি তাঁদের সঙ্গে তাঁর দেখা হয়নি, তাই যখনই তাঁদের জীবনযুদ্ধের কথা কেবিসি-র টেবিলে মুখোমুখি বসে তিনি শোনেন, তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

২৮ তারিখ থেকে ফের শুরু হবে কেবিসি।