মুম্বই: করোনার (Coronavirus) তৃতীয় ঢেউয়ে বহু মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারা। অনেক সাবধানে থাকার পরও তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসছে। কোনও কোনও তারকাকে চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে। প্রাণও যাচ্ছে বহু মানুষের। গত দুটো বছর ধরে সারা বিশ্বে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রেখেছে মারণ ভাইরাস করোনা। যিনি আক্রান্ত হচ্ছেন, তাঁরাই বলতে পারছেন, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কী অভিজ্ঞতা। তেমনই নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী তৃষা কৃষ্ণণ (Trisha Krishnan)। জানালেন, তাঁর কাছে করোনা আক্রান্ত থাকার সময়টা ভয়ঙ্কর ছিল।


তৃষা কৃষ্ণণ। দক্ষিণী ছবির এই অভিনেত্রী বলিউডেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছিলেন অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে 'খাট্টা মিঠা' (Khatta Meetha) ছবিতে। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন অভিনেত্রী তৃষা। সপ্তাহ খানেক চিকিৎসার পর এখন সুস্থ হয়ে উঠেছেন। আর মাঝের সময়টা তাঁর জীবনের সবথেকে ভয়ঙ্কর সময় ছিল বলে জানাচ্ছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তৃষা বলেন, 'আজ আমি কিছুটা সুস্থ হয়ে উঠেছি আর বেশ কিছুটা ভালো অনুভব করছি। ধন্যবাদ জানাব যে আমার টিকাকরণ আগেই হয়ে গিয়েছিল। তাই হয়তো প্রকোপ খানিকটা কম ছিল। সবাইকে অনুরোধ করব টিকাকরণ করানোর জন্য সঙ্গে মাস্ক পরে থাকার জন্য। আমার এই পরিস্থিতিতে পাশে থাকার জন্য পরিবারের সদস্য, বন্ধু এবং যাঁরা আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই।'



সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী তৃষা জানান, 'সমস্ত রকমের সতর্কতা মেনে চলা এবং সুরক্ষাবিধি মানার পরও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। নতুন বছরের মাত্র কয়েকদিন আগেই আমার করোনা ধরা পড়ে। আপনারা অনেকেই হয়তো শুধু এই ভাইরাসের নাম শুনেছেন আর এর উপসর্গ সম্পর্কে শুনেছেন। কিন্তু আমার শরীর এটা অনুভব করেছে। আর এই একটা সপ্তাহ আমার গোটা জীবনের সবথেকে ভয়ঙ্কর সপ্তাহ ছিল। এখন কিছুটা সুস্থ আছি।'


আরও পড়ুন - Looop Lapeta: মুক্তির দিন ঘোষণা হল তাপসী পান্নুর 'লুপ লপেটা'র


২০০২ সাল থেকে বিনোদন জগতে কাজ করছেন তৃষা। অভিনেতা সূর্যের বিপরীতে একটি তামিল রোম্যান্টিক ছবি দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন তিনি। দক্ষিণের বিভিন্ন ভাষা এবং হিন্দিসহ বহু ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন। প্রায় ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তৃষা।


প্রসঙ্গত, গতকালই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 'খাট্টা মিঠা' ছবির পরিচালক প্রিয়দর্শন। করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। প্রত্যেকে মাস্ক পরে থাকুন আর যাবতীয় কোভিডবিধি মেনে চলুন।