এই ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার
উল্লেখ্য, এর আগেও একটি ফটোশ্যুটের সময় সাবাকে ধূমপানরত অবস্থায় ছবি তুলতে দেখা গিয়েছে। সেই ছবি পোস্ট করে সাবা লিখেছিলেন, ধূমপান নারী-পুরুষ নির্বিশেষে সবার পক্ষেই ক্ষতিকারক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাবা কামার বলিউড অভিনেতা ইরফান খানের সঙ্গে হিন্দি মিডিয়াম সিনেমায় অভিনয় করেছেন। ছবি-ট্যুইটার
এমনও মন্তব্য করা হয় যে, নাম প্রচারের জন্য পাকিস্তানি অভিনেত্রী কতটা নিচে নামতে পারেন। কেউ কেউ আবার লিখেছেন, সাবা আর এক পাক অভিনেত্রী মাহিরার পদাঙ্ক অনুসরণ করছেন। একজনের বিদ্রুপ, ‘তিনি গরিব,গৃহহীন, জামাকাপড় কেনারও অর্থ নেই। তারপরও তিনি হাসছেন..সাবার মতো হও’।
এই ছবির সমালোচনায় সরব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ।ছবি-ট্যুইটার
একটি ফটোশ্যুটের জন্য তৈরি হওয়ার সময় এই ছবি তোলা হয়। সাবার হাতে তখন জ্বলন্ত সিগারেট।ছবি-ট্যুইটার
আসলে সাবার ধূমপানের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। ছবি-ট্যুইটার
রাতারাতি বিতর্কে জড়ালেন পাকিস্তানি মডেল তথা অভিনেত্রী সাবা কামার। ছবি-ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -