কলকাতা:   রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) অভিনীত 'তু ঝুটি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkaar) মুক্তি পেয়েছে গত ৮ মার্চ। ১১ দিনে বক্স অফিসে কেমন লাভ করল এই ছবি? চলুন জেনে নেওয়া যাক।  রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর জুটির প্রথম ছবি 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' নিয়ে দর্শকের উন্মাদনার পারদ প্রথম থেকেই ছিল উর্দ্ধমুখী। মুক্তির পরও যে সিনেপ্রেমীরা এই ছবিতে বেশ মুগ্ধ তা বোঝা যাচ্ছে এই ছবির বক্সঅফিস কালেকশান দেখেই।


১১ দিনে 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর বক্স অফিস কালেকশন কেমন?


লভ রঞ্জনের পরিচালনায় এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি দ্বিতীয় দিনেও ভালই লাভ ধরে রাখল। ১১ দিনের মাথায় এই ছবির আয় ছাড়াল ১০০ কোটি। প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৭০ কোটি আয় করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক তরণ আদর্শের ইন্সটা পোস্টেই উঠে এসেছিল এই খবর। 


দ্বিতীয় দিনে এই ছবির বক্স অফিস সাফল্য কত হল তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh)। শুক্রবার তিনি জানান, এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বক্স অফিসে ২৬.০৭ কোটি টাকার ব্যবসা করেছে। তরণ আদর্শের (Taran Adarsh) পোস্ট অনুযায়ী, 'দ্বিতীয় দিনেও ভালই ফল করেছে তু ঝুটি ম্যায় মক্কার... ওয়ার্কিং ডে-তে ৩৪.২৭ শতাংশ ঘাটতি ব্যবসায় - ছুটির দিনের পরের দিন - সেটাই স্বাভাবিক... শুক্রবার থেকে ব্যবসায় এগোতে পারে, শনিবার ও রবিবার বাড়তি আয় হবে বলেই আশা... বুধবার ১৫.৭৩ কোটি টাকা, বৃহস্পতিবার ১০.৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। মোট ২৬.০৭ কোটি টাকার ব্যবসা ভারতে।' 


আরও পড়ুন...


Oscars 2023: অস্কারে বিনামূল্যে প্রবেশ মেলেনি রাজামৌলি ও টিম 'আর আর আর'-এর, কত দাম ছিল টিকিটের?


দ্বিতীয় দিনে এই ছবির বক্স অফিস সাফল্য কত হল তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh)। শুক্রবার তিনি জানান, এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বক্স অফিসে ২৬.০৭ কোটি টাকার ব্যবসা করেছে। তরণ আদর্শের (Taran Adarsh) পোস্ট অনুযায়ী, 'দ্বিতীয় দিনেও ভালই ফল করেছে তু ঝুটি ম্যায় মক্কার... ওয়ার্কিং ডে-তে ৩৪.২৭ শতাংশ ঘাটতি ব্যবসায় - ছুটির দিনের পরের দিন - সেটাই স্বাভাবিক... শুক্রবার থেকে ব্যবসায় এগোতে পারে, শনিবার ও রবিবার বাড়তি আয় হবে বলেই আশা... বুধবার ১৫.৭৩ কোটি টাকা, বৃহস্পতিবার ১০.৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। মোট ২৬.০৭ কোটি টাকার ব্যবসা ভারতে।'