মুম্বই: আগামী শুক্রবার পর্দায় আসছে সলমন খান অভিনীত, কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’। ছবি নিয়ে এরমধ্যেই দর্শকের মধ্যে মারাত্মক উন্মাদনা দেখা গিয়েছে। ছবিটি ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছে। চলছে ছবির জোরকদমে প্রচারও।
দর্শকদের সঙ্গে ছবির শিশুশিল্পী অরুণাচল প্রদেশের বাসিন্দা ম্যাটিন রে ট্যাঙ্গুর পরিচয় করিয়ে দিতে, এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন সলমন খান। সেখানেই ম্যাটিনকে না না প্রশ্নের পর এক অস্বস্তিকর প্রশ্ন করে বসেন এক সাংবাদিক। তবে ছোট্ট ম্যাটিন সেই জবাবও খুব সুন্দরভাবে দিয়েছে।
অরুণাচল প্রদেশের ম্যাটিনকে প্রশ্ন করা হয়, সে কি এই প্রথম ভারতে এল? প্রশ্ন শুনে প্রথমে কিছুটা তাজ্জব হয়ে যায় ভাইজানের ছবির শিশুশিল্পী। কারণে, সে ইটানগরের বাসিন্দা এবং সে জানে অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ। তাই হয়তো ম্যাটিন সাংবাদিককে দ্বিতীয়বার ফের প্রশ্নটা করতে বলে। তখন সলমন ম্যাটিনকে বোঝাতে গেলে, তার স্বতঃস্ফূর্ত জবাব ‘আমিতো ভারতেই থাকি, ভারত থেকে ভারতে কীভাবে আসব?’
স্বাভাবিকভাবেই ছোট্ট ছেলের মুখ থেকে এত সুন্দর জবাব শুনে দর্শকের মধ্যে থেকেই হাততালির ঝড় ওঠে। ছবিতে রয়েছেন চিনা অভিনেত্রী ঝু ঝুও।
অরুণাচল প্রদেশের বাসিন্দা ‘টিউবলাইট’-এর শিশুশিল্পীকে সাংবাদিকের প্রশ্ন, তুমি কি ভারতে এই প্রথম এলে? উত্তরে সে কী বলল দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2017 12:22 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -