নয়াদিল্লি: ২০১৮ সালে মুক্তি পায় 'তুম্বাড়' (Tumbbad)। আর্ট-হাউজ হরর (Art House Horror) ঘরানার এই ছবি সমালোচক থেকে দর্শক, সকলেরই মন জয় করে সেই সময়। এবার ফের একবার বড়পর্দায় আসতে চলেছে এই ছবি। শনিবার ছবির নির্মাতাদের তরফে পুনরায় মুক্তির কথা ঘোষণা করা হয়েছে। এর আগে ৩০ অগাস্ট এই ছবির মুক্তির কথা থাকলেও এখন নতুন তারিখ ঘোষণা করা হয়েছে (Re-Release)।
কী ঘোষণা করা হয়েছে 'তুম্বাড়' নির্মাতাদের তরফে
শনিবার ছবির নির্মাতাদের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ঘোষণা করা হয়েছে। ছবির নতুন একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে একই ধরনের গা ছমছমে পরিবেশ দেখা যাচ্ছে। 'তুম্বাড়' দুনিয়ার অভিজ্ঞতায় সামিল হতে তৈরি দর্শকেরা, যা একটি কাল্পনিক ও পৌরাণিক গ্রামের গল্প।
নতুন পোস্টারে বিনায়ক রাও চরিত্রকে দেখা যাচ্ছে যে চরিত্রে অভিনয় করেছিলেন সোহম শাহ। তিনি রাতের অন্ধকারে হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে চলেছেন। তাঁকে অনুসরণ করছেন ছোট ছেলে। বলাই বাহুল্য বাবা ছেলে এক কঠিন সফরের দিকে এগিয়ে চলেছেন তা পোস্টারেই স্পষ্ট। আলো ছায়ায় মিশ্রণে গা ছমছমে আবহ তৈরি হয়েছে।
ট্যাগলাইনেই স্পষ্ট যে এই ছবি ফের একবার অবিস্মরণীয় অভিজ্ঞতা নিয়ে আসছেন দর্শকদের জন্য বড়পর্দায়। ছবিতে লেখা হয়, 'পুনরায় দেখুন বড়পর্দায় ১৩ সেপ্টেম্বর, ২০২৪-এ।' ক্যাপশনে লেখা হয়, 'বন্ধুরা, আমরা আসছি!! এবার 'তুম্বাড়'-এর সময়। ফের সিনেমাহলে ১৩ সেপ্টেম্বরে ২০২৪ সালে।'
আরও পড়ুন: New Web Series: একের পর এক নিরুদ্দেশ হচ্ছে মেয়েরা, নেপথ্যে কে? থ্রিলারধর্মী সিরিজে তনুশ্রী-সপ্তর্ষি
রাহি অনিলা বার্ভে পরিচালিত 'তুম্বাড়' ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর আনন্দ গান্ধী, সহ-পরিচালক আদেশ প্রসাদ। ছবির গল্পের জন্য, এর নির্মাণের জন্য, সিনেম্যাটোগ্রাফির জন্য, দর্শকের ভূয়সী প্রশংসা পায় 'তুম্বাড়'। মিতেশ শাহ, প্রসাদ, বার্ভে ও গান্ধীর লেখা এই ছবির প্রযোজনা করেছেন সোহম শাহ, আনন্দ এল রাই, মুকেশ শাহ্, ও অমিত শাহ্। গল্পে বিনায়ক রাও লোভ এবং আবেশের ফাঁদে পড়ে যায় যখন যে হস্তর নামক একটি নৃশংস সত্ত্বার দ্বারা সুরক্ষিত একটি কাল্পনিক গুপ্তধনের সন্ধানে নিজেকে নিয়োজিত করে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।