পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়ি মুক্ত হন শনিবার। দুপুর ২টোর আগেই ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হন সায়ন লাহিড়ি। এদিকে, সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য। পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে সায়নের মায়ের তরফে, এমনটাই জানান হয়েছে।
এদিন, মুক্ত হয়েই প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক। সায়ন লাহিড়ি বলেন, 'হাইকোর্টের রায়ে খুশি। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া দুর্ভাগ্যজনক'।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে মুক্তির প্রক্রিয়া শুরু হল। গত ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র ডাকা নবান্ন অভিযানে তুলকালাম বাধে। রাতে এবিপি আনন্দর স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার করা হয় সংগঠনের আহ্বায়ক সায়ন লাহিড়িকে।
শুক্রবার তাঁর মুক্তির নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। এই মামলায় হাইকোর্টে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হয় রাজ্য় সরকার। আদালতের নির্দেশে তাঁকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হল।
পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে গতকাল মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুপুর দুটোর মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার এই মামলার শুনানিকে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট, সায়ন লাহিড়ি কতটা প্রভাবশালী? তার কি অপরাধের কোনও পূর্ব ইতিহাস আছে? সন্দীপ ঘোষ তো আর জি করের নেতা ছিলেন। তাঁকে কি হেফাজতে নিয়েছিলেন? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছেন? যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন, তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে?
আরও পড়ুন, রবীন্দ্রভারতীর প্রতিবাদ মিছিলে 'মত্ত সিভিক' ঢুকে পড়ার অভিযোগ, তুমুল বিক্ষোভ
পাশাপাশি, বিচারপতি সিনহা নির্দেশে বলেন, আদালতের নির্দেশ ছাড়া সায়ন লাহিড়ির বিরুদ্ধে যে মামলাগুলি রুজু হয়েছে বা ভবিষ্যতে যে মামলাগুলো রুজু হতে পারে, সেগুলির প্রেক্ষিতে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আইনের অপব্যবহার যাতে না হয়, সেই কারণে এই অন্তর্বর্তী নির্দেশ। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আর কোনও প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে