মুম্বই: ডার্টি পিকচারে সিল্ক স্মিতার চরিত্রে তাঁকে দেখে চমকে উঠেছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। এবার সেই মোহ ছড়াতেই বিদ্যা বালান আসছেন, তবে একেবারেই অন্যরূপে। তুমহারি সুলু-তে বিদ্যা শাড়ি পরিহিত আটপৌরে বৌদি, সংসার, সন্তান যার স্বপ্ন দেখা আটকাতে পারেনি। এই ছবিতে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী গৃহবধূ সুলুর ভূমিকায়। দেখুন বিদ্যার টুইট ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে তুমহারি সুলু।