নয়াদিল্লি: গত ২৪ ডিসেম্বর 'আলিবাবা: দাস্তান-এ-কাবুল' (Ali Baba: Dastaan-e-Kabul) ধারাবাহিকের শ্যুটিং সেটে মুখ্য অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death Case) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর শ্যুটিংয়ের ওই সেট সিল করে দেওয়া হয়। ধারাবাহিকের বাকি কলাকুশলী নাইগাঁওয়ের অপর একটি সেটে শ্যুটিং সারছিলেন। এবার খুলে দেওয়া হল শ্যুটিংয়ের পুরনো সেট (Old Set)।
ফের পুরনো সেটেই শ্যুটিং শুরু
২৪ ডিসেম্বরের অঘটনের পর থেকে সেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এর প্রায় ২৪ দিন পর খোলা হল শ্যুটিংয়ের পুরনো সেট। কিছু আসবাবের পরিবর্তন করা হয়েছে, পুজো করা হয়েছে। এরপর সেখানেই শুরু হয়েছে ধারাবাহিকের শ্যুটিং। ছবিতে খলনায়িকা 'সিমসিম'-এর চরিত্রে অভিনয় করেন সায়ন্তনী ঘোষ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'সত্যি বলতে আমি তৈরি ছিলাম না। এই সেটে শ্যুটিং শুরুর কথা আগের দিন রাতেই জানতে পারি। যা ঘটেছে তার সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন। আমরা প্রত্যেকে তুনিশাকে খুব মিস করি। বুঝতে পারছি যে, পুরনো সেটে ফেরাটা প্রয়োজন ছিল কারণ শোতে সমস্যা হচ্ছিল। যদিও প্রযোজকরা ওখানে অবস্থান যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখনের দৃশ্যগুলি আমাদের এখানে ফিরে আসতে বাধ্য করেছে। লোকেশনে আমাদের অনেকটাই কম্প্রোমাইজ করে চলতে হচ্ছিল।'
তুনিশা শর্মার মৃত্যুর ঘটনায় তাঁর সহকর্মী অভিনেতা শিজান খানকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। জানা গেছে, পুরনো সেটে শ্যুটিং শুরু হলেও, তুনিশা ও শিজানের ব্যবহারের মেকআপ রুম দুটিতে কারও প্রবেশ নিষেধ। সায়ন্তনী ঘোষ জানান, প্রযোজনা সংস্থার তরফে সকল কলাকুশলীর সুবিধার্থে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিবাচক একটা আবহাওয়া তৈরির চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত। গোটা সেটে নতুন করে সাদা রং করানো হয়েছে। নতুন পেন্টিং লাগানো হয়েছে, অনেক বেশি আলো লাগানো হয়েছে। সেটটি গতকাল খুলে পুজোও করানো হয়েছে বলে জানান অভিনেত্রী।
আরও পড়ুন: Mithun Chakraborty: 'নন্দনের কমিটিতে কারা আছে, নাম জানতে চাই', 'প্রজাপতি' বিতর্কে মন্তব্য মিঠুনের
অন্যদিকে, শিজান খানের জন্য আপাতত কোনও সুখবর নেই কারণ শুক্রবার মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেছে। অতিরিক্ত দায়রা বিচারক আর ডি দেশপান্ডে ২৮ বছর বয়সী শিজানকে জামিন দিতে অস্বীকার করেন। শিজান খানকে ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় এবং এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
২৪ ডিসেম্বর বাসাইয়ে হিন্দি ধারাবাহিকের সেটে তুনিশা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় তাঁর প্রাক্তন প্রেমিক ও এই ধারাবাহিকের সহ অভিনেতা শিজান খানকে গ্রেফতার করা হয়।