কলকাতা: দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'প্রজাপতি' (Projapati Success) সাফল্যের সঙ্গে ২৫ দিন অতিক্রম করল। আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। সেখানেই 'প্রজাপতি' বিতর্কে ফের মুখ খুললেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বললেন, 'নন্দনের কমিটিতে কারা আছে, নাম জানতে চাই'।


প্রজাপতি বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন


গত ২৩ ডিসেম্বর মুক্তি পায় দেব ও মিঠুন জুটির ছবি 'প্রজাপতি'। কিন্তু সেই ছবি স্থান পায়নি রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ নন্দনে। আর তা থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন মিঠুন চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে, পাল্টা তাঁকে 'গঙ্গারাম' বলে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। 


এবার 'প্রজাপতি' বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন। 'আজকে আনন্দের দিন, গঙ্গারামদের নিয়ে কিছু বলব না। সময় নষ্ট করব না,' তাঁকে নিয়ে কুণাল ঘোষের তোলা প্রশ্নের উত্তরে জবাব মিঠুনের। 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন। ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে,' মন্তব্য মিঠুনের। একই সঙ্গে তিনি আরও বলেন, 'এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে।' অন্যদিকে এই বিষয়ে তৃণমূল সাংসদ, অভিনেতা-প্রযোজক দেব বলেন, 'মানুষ হইহই করে ছবিটা দেখছে। এর চেয়ে বড় জবাব আর হয় না।' 


প্রসঙ্গত, বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে 'প্রজাপতি'। এখনও সাফল্যের গ্রাফ ঊর্ধ্বগামী, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক বিতর্কের পারদও। এদিনের 'সাকসেস পার্টি'তে দেব বলেন, ' আমি বরাবর খুব ইতিবাচক মনের মানুষ। শ্যুটিংয়ের প্রথম দিন থেকে চেয়েছিলাম যেন মানুষ ছবিটি দেখে। আমার একমাত্র লক্ষ্য হলে কী ভাবে মানুষকে নিয়ে আসব। মানুষ দেখছে । দ্যাটস ইট।' 


আরও পড়ুন: Dev : 'আমার কাউকে জবাব দেওয়ার নেই', প্রজাপতি - কুণাল বিতর্ক ফের সোজাসাপ্টা দেব


এর আগে কুণাল ঘোষকে 'এলি-তেলি' বলে কটাক্ষ করেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, 'গঙ্গারামদের কথায় আমি জবাব দিই না'। কুণাল ঘোষকে আক্রমণ করে মিঠুনের মন্তব্য, 'তোরা চেয়েছিলি আমার টিআরপি নামাতে, আমার মৃত্যু পর্যন্ত পারবি না'। এর আগে কুণাল ঘোষ এই ছবি নিয়ে কটাক্ষ করে বলেন, 'এই সিনেমাটায় দেবের অভিনয় দারুণ। দেব দারুণ অভিনয় করেছেন। টনিকে পরাণ বন্দ্যোপাধ্যায় সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গিয়েছেন মিঠুনদা। মিঠুনদার অভিনয়ের জন্য ছবিটা ঝাড় খেয়ে গিয়েছে। মিঠুনদাকে দশ গোল দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এই জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে টানার জন্য বিজেপি চেষ্টা করছে।' এরপর তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে কটাক্ষ করে বলেন, 'সব অভিনেতাই যদি সবকিছু বোঝেন, তাতে সিনেমা ফ্লপ হয় কেন? দেব যে সমস্যায় পড়েছেন, তাতে ওর মনের কথা বলা সম্ভব নয়।' তবে এত বিতর্কের মাঝেও বক্স অফিস কাঁপাচ্ছে 'প্রজাপতি'।