মুম্বই: ধারাবাহিকের সেটে মেকআপ রুমেই পাওয়া গিয়েছে ছোট পর্দার পরিচিত মুখ তুনিশা শর্মার (Tunisha Sharma) ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি আত্মঘাতী (Suicide) হয়েছেন। এবার এই ঘটনায় পুলিশ গ্রেফতার করল অভিনেত্রীর সহ-অভিনেতাকে।


তুনিশা শর্মার মৃত্যুতে গ্রেফতার তাঁর সহ-অভিনেতা-


এদিন সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর (Tunisha Sharma Death) ঘটনায় তাঁর সহ-অভিনেতা শিজান খানকে (Sheejan Mohammad Khan ) গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।


সংবাদমাধ্যমের কাছে এসিপি চন্দ্রকান্ত যাদব বলেন, 'তুনিশা শর্মা, যিনি 'আলিবাবা দাস্তান এ কাবুল' ধরাবাহিকে কাজ করছিলেন, তিনি আত্মহত্যা করেছেন। অভিনেত্রীর মা শিজান খান নামে এক যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, শিজান, তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। দুজনেই একই ধারাবাহিকে কাজ করত।'




" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Raju Srivastava Birthday: কৌতুকশিল্পী থেকে অভিনেতা, জন্মদিনে ফিরে দেখা রাজু শ্রীবাস্তবকে


প্রসঙ্গত, উৎসবের মরসুমে বড়দিনের ঠিক আগে আত্মঘাতী হন (Suicide Case) ধারাবাহিক আলিবাবা দস্তান ই কাবুল এবং ফিতুর ছবির অভিনেত্রী তুনিশা শর্মা (Actress Tunisha Sharma)। জানা গিয়েছে, শ্যুটিং সেটে চা-বিরতির সময় তিনি টয়লেটে যান। এদিকে দীর্ঘ সময় না বেরনোর পর সন্দেহ হতেই দরজা ভাঙা হয়। জানা গিয়েছে, তুনিশা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের।