মুম্বই: অন্তিম যাত্রায় অভিনেত্রী তুনিশা শর্মার মৃতদেহ (Tunisha's Deadbody)। জানা গিয়েছে, অন্তিম যাত্রায় থাকছেন তাঁর কাকা। তিনিই আগুন ছোঁয়াবেন বলে জানা গিয়েছে।  এদিকে আচমকা মেয়ের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই শোকস্তব্ধ অভিনেত্রীর মা। ইতিমধ্যেই গডডেভ মহাশ্মশানে (Goddev Crematorium) অভিনেত্রীর শেষকৃত্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 


মুম্বইয়ে সিরিয়ালের সেটে আত্মঘাতী হন জনপ্রিয় বলি অভিনেত্রী তুনিশা শর্মা ! মেকআপ রুম থেকে তুনিষা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।  উৎসবের মরসুমে বড়দিনের ঠিক আগে আত্মঘাতী (Suicide Case) টিভি সিরিয়াল আলিবাবা দস্তান ই কাবুল এবং ফিতুর ছবির অভিনেত্রী তুনিশা শর্মা (Actress Tunisha Sharma)। জানা গিয়েছে, শ্যুটিং সেটে চা-বিরতির সময় টয়লেটে যান। এদিকে দীর্ঘ সময় না বেরনোর পর সন্দেহ হতেই দরজা ভাঙা হয়। জানা গিয়েছে, তুনিশা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। এদিকে তাঁর একটি মিউজিক ভিডিও শ্যুট করার কথা ছিল। কিন্তু শেষ অবধি তা  আর হল না। আচমকাই অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফিল্ম ইন্ড্রাস্ট্রি। তিনি ফিতুর এবং বারবার দেখো-র মতো ছবিতে ক্যাটরিনার ছোটবেলার চরিত্র অভিনয় করেছিলেন। তাঁকে  ইশক সুবহাল্লাহ, গায়েব,শের ই মহারাজা রঞ্জিত সিং-র মতো অনেক শোতে দেখা গিয়েছে। তিনি মাত্র ২০ বছর বয়েছে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। 


আরও পড়ুন, সলমন খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ 


তুনিশা শর্মার মৃত্যুর পর শোনা যায় অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে ময়না তদন্তের রিপোর্টে দেখা গেছে যে, সন্তান-সম্ভবা ছিলেন না অভিনেত্রী তুনিশা। রিপোর্টে স্পষ্ট হয় যে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস আটকেই তাঁর মৃত্যু হয়েছে। তুনিশার মৃতদেহ মুম্বইয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল।  সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, তুনিশার মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছিল। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  জিজ্ঞাসাবাদের জন্য তুনিশার -সহ অভিনেতা শিনাজ খানকে আটক করে মুম্বই পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হওয়ায়, গ্রেফতার করা হয় তাঁকে। তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।। অভিনেত্রীর মা যদিও মেয়ের মানসিক অশান্তির জন্য শিনাজের দিকেই আঙুল তুলেছেন। তুনিশা ও শিনাজ একসঙ্গে 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকে কাজ করতেন। জানা গিয়েছে, শুটিং-এর সেটেই দেখা হয়েছিল তুনিশা-শিজানের। তাদের সম্পর্কের কথা জানত ইন্ডাস্ট্রিও। সোশাল মিডিয়াতেও ছবিও পোস্ট করতেন তুনিশা। এমন কী শিজনের পরিবারের সঙ্গে তুনিশার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে।