নয়াদিল্লি: আজ সলমন খানের জন্মদিন (Happy Birthday Salman Khan)। ৫৭-এ পা দিলেন ভাইজান। সোশ্যাল মিডিয়া (Social Media) ভাসছে অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির একাধিক তারকার শুভেচ্ছাবার্তায়। এরই মধ্যে শুভেচ্ছা জানালেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা, বলিউড তারকা ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)। সোশ্যাল মিডিয়ায় করলেন বিশেষ পোস্ট।                                                                                                                    


সলমনকে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা


বলিউডের অন্যতম চর্চিত জুটি সলমন খান ও ক্যাটরিনা কাইফ। তাঁদের প্রেমের সম্পর্ক সকলেরই জানা। তাঁদের বিচ্ছেদের প্রসঙ্গও কারও অজানা নয়। এরপর অভিনেত্রী গত বছর বিয়েও সেরে ফেলেছেন। বিচ্ছেদের তিক্ততা ভুলে এখন তাঁরা বন্ধু।                                                                                            


ইন্ডাস্ট্রিতে ক্যাটরিনার একটা বড় সহায় সলমন খান। তিনি নিজেই একাধিকবার বলেছেন যে যেকোনও কিছুর জন্যই তিনি সলমনের ওপর চোখ বুজে ভরসা করতে পারেন। ভাইজানের জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সলমনের 'রাফ অ্যান্ড টাফ' লুকের একটি ছবি পোস্ট করেন 'সূর্যবংশী' অভিনেত্রী।                                                


একটা সাদা-কালো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'টাইগার, টাইগার টাইগার কা হ্যাপি বার্থডে, সলমন খান।'




আরও পড়ুন: Happy Birthday Salman Khan: ভাইজানের জন্মদিনের পার্টিতে হাজির 'পাঠান', পোজ দিলেন পাপারাৎজিদের জন্য


গতকাল বোন অর্পিতা খান শর্মার বাড়িতে জন্মদিন উদযাপন করেন অভিনেতা। হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির তাবড় তারকারা। এসেছিলেন শাহরুখ খানও। সম্প্রতি, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির শ্যুটিং শেষ করেছেন সলমন। ফারহাদ সামজি পরিচালিত এই অ্যাকশন ঘরানার ছবিতে পূজা হেগড়ে ও ভেঙ্কটেশ ডগ্গুবতিকেও দেখা যাবে। এছাড়া রয়েছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, বিজেন্দ্র সিংহও। ২০২৩ সালের ইদে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এছাড়া তাঁর অপর প্রতীক্ষিত ছবি 'টাইগার ৩'-এর মুক্তির নতুন তারিখও ঘোষণা করেছেন তিনি। আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।