মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা তুষার কপূরের (Tusshar Kapoor)। আজকের এই বিশেষ দিনে অনুরাগী, বলিউডের অন্যান্য তারকাদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ উপহার পেলেন ছেলের কাছ থেকে। তুষার কপূরের পাঁচ বছরের ছেলে বাবার জন্মদিনটাকে আরও স্পেশাল করে তুলল। আর ছেলের কাছ থেকে জন্মদিনের বিশেষ উপহার পাওয়ার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেতা।


পাঁচ বছর আগে সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন বলিউড অভিনেতা তুষার কপূর। বিবাহিত না হয়ে সিঙ্গল ফাদারের দায়িত্ব পালন করছেন তিনি। ছোট্ট ছেলে লক্ষ্য তুষার কপূরের জীবনকে আরও রঙিন করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে বহুবার এমন বার্তা দিয়েছেন 'গোলমাল' অভিনেতা। আজ জন্মদিনেও তাই ছেলের কাছ থেকে পাওয়া উপহার তাঁর জীবনে বিশেষ মুহূর্ত নিয়ে এসেছে। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তুষার কপূর একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, জন্মদিনে বাবার জন্য বিশেষ আয়োজন করেছে ছোট্ট লক্ষ্য। দেওয়ালে লেখা রয়েছে, 'শুভ জন্মদিন বাবা'। তরপরই সে বাক্স খুলে বাবাকে জন্মদিনের কেকের সামনে নিয়ে যায়। অন্য আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের হাতে বাবাকে জন্মদিনে কেক খাইয়ে দিচ্ছে তুষার কপূরের ছেলে। কেক কাটার পর বাবাকে নিজের হাতে শুভ জন্মদিন লেখা কাগজও দিচ্ছে লক্ষ্য। জন্মদিনে ছেলের কাছ থেকে পাওয়া বিশেষ উপহারের ভিডিও পোস্ট করে তুষার কপূর লিখেছেন, 'চমক। বিশ্বের সবথেকে চমকদার উপহার। দেখুন কে আমাকে উপহার দিল।' তুষার কপূরের জন্মদিনে অভিনেতার অনুরাগীরা বাবা-ছেলের মিষ্টি বন্ধন দেখে আপ্লুত।


আরও পড়ুন - Rajkumar Rao Patralekha Wedding Pics: রাজকুমার-পত্রলেখার বিয়ের পরের রোম্যান্টিক ছবিগুলো দেখেছেন?



তুষার কপূরের জন্মদিনে নেট নাগরিকদের পাশাপাশি এষা দেওল, সুনীল গ্রোভার, মল্লিকা শেরাওয়াত এবং বলিউডের অন্যান্য তারকারা শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এদিন একতা কপূর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তুষার কপূরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন ভাই। অনেক ধন্যবাদ আমার বন্ধু, সঙ্গী, প্রেরণা এবং আমি যা যা চাই সবকিছু হওয়ার জন্য। তুমি সবথেকে ভাল বাবা, সন্তান এবং মানুষ।'



প্রসঙ্গত, বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয়ের পর প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ হয়েছে অভিনেতা তুষার কপূরের। অক্ষয় কুমার এবং কিয়ারা আডবাণী অভিনীত 'লক্ষ্মী' ছবি দিয়ে প্রযোজক হিসেবে ডেবিউ হয় তাঁর।