ইনস্টাগ্রামে বোল্ড ছবি দিয়ে হইচই ফেললেন ছোট পর্দার অভিনেত্রী রুমা শর্মা
তিনি ‘দিমাগ কি দহি’ ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরুমাকে একাধিক বিজ্ঞাপনেও দেখা গিয়েছে। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
রুমা এমটিভি শো ‘ক্যায়সি ইয়ে গোরিয়া’-তে ঋদ্ধিমার চরিত্রে অভিনয় করেন। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
তাঁর দ্বিতীয় ব্রেক আসে ‘জাসুস বিজয়’-এর মাধ্যম। এই শো প্রযোজনা করেছিল বিবিসি ওয়ার্ল্ড। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
দিল্লির শ্রীরাম সেন্টার অডিটোরিয়ামে মাত্র ৬ বছর বয়সে প্রথম শো করেছিলেন রুমা। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
কিছুদিনের মধ্যেই তিনি ছোট পর্দায় সুযোগ পেয়ে যান রুমা। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
তারপরই, মুম্বই যান রুমা। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
ন্যাশনাল স্কুল অফ ড্রামায় টিনেজার গ্রুপে রুমা অভিনয় শিখেছিলেন। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
১৯৯৫ সালের ৬ অক্টোবর দিল্লিতে জন্ম হয় রুমার। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
অভিনেত্রী রুমা শর্মা এই ক’দিন নিজের বোল্ড ছবি পোস্ট করার জন্য ইন্টারনেটে ছেয়ে রয়েছেন। রুমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই তাঁর সব ছবি আপনি দেখতে পাবেন। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -