কলকাতা: দীপার রহস্য় ফাঁস করার পরিকল্পনা নিয়ে সূর্য দীপা ও রূপাকে দীপের ১০০তম জন্মদিনে আমন্ত্রণ জানায়। গোটা সপ্তাহে ছোটপর্দার কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)।
অনুরাগের ছোঁয়া
দীপার রহস্য় ফাঁস করার পরিকল্পনা নিয়ে সূর্য দীপা ও রূপাকে দীপের ১০০তম জন্মদিনে আমন্ত্রণ জানায়। সূর্য আবার দীপাকে ভুল বোঝে এবং ফলস্বরূপ দীপা শোনাকেও তার সঙ্গে নিয়ে যায়। দীপা সোনা ও রূপার সঙ্গে ঝুলন উদযাপন করার পরিকল্পনা করেছেন। মিশকা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং আবার সুরজোর সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করে। সুরজো কি চিরতরে হারাবে দীপা, সোনা আর রূপাকে?
হরোগৌরি পাইস হোটেল
পুরো ঘোষ বাড়িতে ঝুলন উদযাপনের পরিকল্পনা। অন্যদিকে, হরগৌরি বাড়িতে বসবাসকারী অপরাধী চক্র ঐশানি ও তার পরিবারকে ফাঁদে ফেলে। কিভাবে ঐশানি তার পরিবারকে এই গ্যাং থেকে বাঁচাতে যাচ্ছে…শঙ্কর কি ঐশানিকে সাহায্য করতে এগিয়ে আসবে? ঐশানীর নতুন হোমস্টে উদ্যোগের ভবিষ্যৎ কী হবে?
আরও পড়ুন...
অ্যালঝাইমার্সের গোলক-ধাঁধায় 'পথ হারানোর' আশঙ্কা বেশি মহিলাদের? কী ভাবে মোকাবিলা? কী বললেন বিশেষজ্ঞরা
বেঙ্গলি মিডিয়াম
এলিনার ভিকির বিরুদ্ধে একটি পূর্ণ প্রমাণ পরিকল্পনা রয়েছে যাতে তাকে আইনের আদালতে দোষী সাব্যস্ত করা যায়। আদালতের মামলা এবং বিচার শেষে ভিকি কি নিজেকে একজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে শ্লীলতাহানির জন্য নির্দোষ প্রমাণ করতে পারে?
জগদ্ধাত্রী
আজই মুক্তি পেয়েছে শাশ্বত চট্টোপাধ্য়ায় অভিনীত 'আবার প্রলয়'। তার আগে সিরিজের প্রচারে অভিনব পন্থা নিল ছবির টিম। ধারাবাহিক 'জগদ্ধাত্রী'-র সেটে হঠাৎই দেখা মিলল অনিমেষ দত্তর। জানা যাচ্ছে, সমুদ্র সৈকতে গিয়ে দুষ্কৃতীদের হতে হয় জগদ্ধাত্রীকে। আর তখনই তাকে বিপদ থেকে উদ্ধার করতে হাজির হন শাশ্বত। সমাজ থেকে অপরাধের অন্ধকার সরাতে বদ্ধপরিকর অনিমেষ দত্ত। আর তাই দুষ্কৃতীদের মারধর করতেও দেখা যায় তাঁকে। কম যান না জগদ্ধাত্রীও। প্রতিবারের এত এবারও দুষ্কৃতী দমনে সিদ্ধহস্ত তিনি। প্রসঙ্গত, 'আবার প্রলয়' সিরিজে শাশ্বত ছাড়াও রয়েছেন দেবাশীষ মণ্ডল, গৌরব চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর মত অভিনেতাদের। রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরত ফারিহা, সোহিনী সেনগুপ্ত, জুন মাল্যর মত অভিনেতারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন