কলকাতা: বহুদিন পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। জনপ্রিয় বিনোদন চ্যানেল 'সান বাংলা'য় (Sun Bangla) আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ' (Roopsagare Moner Manush)। রইল এই ধারাবাহিকের সমস্ত খুঁটিনাটি।


আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'


'রূপসাগরে মনের মানুষ' গল্পের কাঠামো একেবারেই অন্য রকম। কীরকম সেই গল্প? অনেকেই বলেন, ভালবাসা অন্ধ - এই কথা কি সবসময়ই সত্যি? প্রকৃত স্বরূপ জানার জন্য মানুষ সবসময় কারও হৃদয়ের গভীরে তাকায় না, বরং মানুষ ক্ষণস্থায়ী সৌন্দর্যের দিকে তাকিয়ে হৃদয়কে উপেক্ষা করে। ধারাবাহিকের মুখ্য চরিত্র অন্নপূর্ণা ওরফে পূর্ণা তার বাবা ও পরিবারের সঙ্গে পুলিশ কোয়ার্টারে থাকে। সে খুব সুন্দরী, পড়াশোনায় মেধাবী এবং তার এক মাত্র লক্ষ্য হল বাবার স্বপ্ন পূরণ করা। পূর্ণা কি তার পরিবারের আশা ধরে রাখতে পারবে? সে কি খুঁজে পাবে তার মনের মানুষকে? কী হবে পূর্ণার স্বপ্নের? পূর্ণার চরিত্রে দেখতে পাওয়া যাবে রুকমা রায়কে। আসছে 'রূপসাগরে মনের মানুষ', সান বাংলার নতুন ধারাবাহিক।


'দেশের মাটি' এবং ' লালকুঠি'-এর অসামান্য সাফল্যের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। ফের মহা সমারোহে সান বাংলার হাত ধরে ছোট পর্দায় ফিরছেন রুকমা রায়। 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন রুকমা। অভিনেত্রীর কথায়, 'আমার চরিত্রের নাম পূর্ণা। মা বাবার চোখের মণি। ছোট বোনের আশা ভরসা। হাসিখুশি একটি মেয়ে। কোনও কিছুতেই সে ভয় পায় না। সকলের জন্য এক প্রকারের মুশকিল আসান বলা যেতে পারে তাকে। আমার জীবনের ধ্যান জ্ঞান হচ্ছে বাবার স্বপ্ন পূরণ করা। আমি আসছি খুব শীঘ্রই।' একইসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, 'প্রথমবার আমি সান বাংলায় আসছি। তাই আমি নিজেও খুব আশা নিয়ে আসছি। দর্শকের যাতে ভাল লাগে আমাকে সেই আশা নিয়ে আসছি। দর্শকদের অনুরোধ ধারাবাহিকটা দেখবেন। এরকম গল্পে আমি আগে কখনও কাজ করিনি। নতুন রকমের গল্প। আপনাদের জন্যই এই কাজটা। এতকাল আমাকে যেভাবে ভালবেসেছেন, সেভাবেই আবারও ভালবাসবেন আশা করি। আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য সান বাংলাকে অনেক ধন্যবাদ। এসভিএফকেও ধন্যবাদ। আপনাদের ভাল লাগবে, কথা দিলাম।'


আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার


পূর্ণা আশা রাখতে পারল কি না সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই সান বাংলায় আসছে 'রূপসাগরে মনের মানুষ'। জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হবে শ্যুটিং। আশা করা যাচ্ছে দর্শক এই ধারাবাহিক দেখতে পাবেন জুলাইয়ের প্রথম দিক থেকেই।