কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'আলোর ঠিকানা'র (Alor Thikana) গল্পে এবার নতুন মোচড়। গল্পে নতুন ট্যুইস্টের সঙ্গেই ধারাবাহিকে হাজির হচ্ছে নতুন মুখ (New Character)। রইল বিস্তারিত তথ্য।


'আলোর ঠিকানা'য় নতুন মুখ, গল্পে নতুন মোচড়


'আলোর ঠিকানা' গল্পে নয়া মোড়। দেবরাজের প্ল্যান অনুযায়ী আলোকে কিডন্যাপ করে একটি গোডাউনে বন্দি করে রাখা হয়। গুন্ডারা আলোর উপর আক্রমণ করলে আদিত্য এসে ওকে বাঁচায়। গুন্ডারা পালায়। এই আদিত্য চরিত্রটিকে নিয়েই তৈরি হবে গল্পের ঘনঘটা। 


আদিত্যর চরিত্রে এবার থেকে অভিনয় করতে দেখা যাবে সন্দীপকে। সন্দীপ টেলিভিশন দুনিয়ায় পরিচিত মুখ। এর আগে 'মাধবীলতা' ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে তাঁকে দেখা গেছে। সন্দীপ একজন নামকরা কোরিওগ্রাফারও বটে। 'কবীর', 'বলো দুগ্গা মাই কী জয়' এরকম বেশ কয়েকটি ছবির কোরিওগ্রাফি সন্দীপই করেছেন। এছাড়া জনপ্রিয় বেশ কয়েকটি রিয়্যালিটি শোয়ের করিওগ্রাফির কৃতিত্বও সন্দীপের। এবার তাঁকেই দেখা যাবে সান বাংলার জনপ্রিয় সিরিয়াল 'আলোর ঠিকানা'য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। কেমন সেই চরিত্র? ক্রমশই তা স্পষ্ট হবে।


গল্পের অন্যদিকে দেখা যাবে  অভি অর্থাৎ আলোর বর স্ত্রীকে খুঁজতে খুঁজতে গোডাউনে এসে উপস্থিত হয়। তারপর আলোকে নিয়ে বাড়ি ফেরে। ওদিকে বাড়িতে আলোর ছবি বাঁধিয়ে, সেই ছবিতে মালা পরানোর জন্য তৈরি দেবরাজরা। আলোকে জীবিত অবস্থায় বাড়ি ফিরতে দেখে ওদের চোখ কপালে ওঠে। আবার আলোকে কীভাবে শায়েস্তা করা যায়, দেবরাজ তার প্ল্যান করতে থাকে। সে উকিলকে ডেকে আলো আর অভির ডিভোর্সের ফাইলটা আবার খুলতে বলে এবং অভিকে জানিয়ে দেয় আলোর সঙ্গে আর একসঙ্গে থাকা যাবে না। এই কারণেই অভি ডিভোর্সের কেসটা তুলে নেয় এবং আলোকে পুনরায় বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু আলোকে বরণ করে ঘরে ঢোকানোর জন্য কাউকে পায় না। অভি ঠিক করে, ও নিজেই আলোকে বরণ করে ঘরে ঢোকাবে। সেই সময় সাবিত্রী, বাড়ির বড় বউ এসে আলোকে বরণ করে। সাবিত্রীর দেখাদেখি বাড়ির বাকি বউয়েরাও ওর পাশে এসে দাঁড়ায়।


আরও পড়ুন: Oppenheimer Controversy: ঘনিষ্ঠ দৃশ্যে গীতার শ্লোক! 'ওপেনহাইমার'-বিতর্ক নিয়ে মুখ খুললেন অনুরাগ ঠাকুর


কিন্তু আলোর জীবন কি এবার তরতর করে বইবে? এই আদিত্য আলোর জীবনে কীভাবে ছাপ? এই সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন সান বাংলায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial