কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) আগমন ঘটেছে ভোলার (Bhola)। যাকে দেখতে হুবহু অগ্নির (Agni) মতো। তুলসির (Tulsi) সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই সে ভীত। কিন্তু তাকে নিয়েই নতুন লড়াইয়ের পরিকল্পনা তুলসির। পারবে সেই এই লড়াইয়ে জিততে? কী বলছে ধারাবাহিকের গল্প?


সরল ভোলা থেকে দাপুটে অগ্নি, পারবে তুলসি এই লড়াইটা  জিততে?


ভোলার সঙ্গে দেখা হওয়ার পর তুলসি তাকে অনুরোধ করে কলকাতায় আসার জন্য। কী তার আবদার? তুলসি চায় অগ্নি রূপে ভোলা যেন রায়বর্মন পরিবারের সামনে এসে দাঁড়ায়। আসলে তুলসির কাছে এই একটাই উপায় এখন আছে অগ্নির হত্যাকারীদের মুখোশ খুলে দেওয়ার।


প্রথমে রাজি না হলেও, ভোলার মনে পড়ে তুলসির যন্ত্রণার কথা। তাই সে নিজের মনকে বোঝায়। নিজের মত পাল্টায়। অবশেষে সে এসে পৌঁছয় কলকাতায় তুলসির সাহায্য করতে। রায়বর্মন পরিবারের থেকে প্রথমে ভোলাকে লুকিয়ে রাখার চেষ্টা চালানোর সময় নানা হাস্যকর মুহূর্ত তৈরি হয়। সব শেষে, তুলসি ভোলাকে একটি অন্য অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করে দিতে পারে। শুরু হয় ভোলা থেকে অগ্নি হয়ে ওঠার যাত্রা। এই কাজে তুলসিকে সাহায্য করতে আসে, ওম।


এক ভিন্ন ধরণের মানুষ ভোলা। গ্রামের ছাঁচ থেকে বেরিয়ে শহুরে বাবু অগ্নি হয়ে উঠতে পারবে কি সে?


 



 


ধারাবাহিকে দুই চরিত্রের আগমন


প্রসঙ্গত, আগেই ধারাবাহিকে ভোলা চরিত্রের আগমনের কথা ঘোষণা করা হয়েছিল। দেখতে তাকে হবহু অগ্নির মতো, তবে আদবকায়দায় একদমই ভিন্ন। মেদিনীপুরের গ্রামের মানুষ ভোলা। আদ্যোপান্ত সাদাসিধে, সদাহাস্য, সরল মনের মানুষ। তার খামখেয়ালিপনায় কখনও সে নিজেই সমস্যায় পড়ে যায়, কখনও আবার হয়ে ওঠে গ্রামের মানুষদের কাছে হাসির পাত্র। কিন্তু যে কোনও কাজ করতে ভোলা সর্বদা প্রস্তুত। পরিবার বলতে আছে তার ঠাকুমা, যার কথা ভোলা বেদবাক্যের মতো মেনে চলে।


আরও পড়ুন: KK Last Song: মে মাসেই চলে গিয়েছিলেন তিনি, এবার এই হিন্দি সিনেমায় থাকছে KK-র গাওয়া শেষ গান..


এছাড়া ধারাবাহিকে নতুন আগমন হবে আঁখি ঘোষের, গৌরীর চরিত্রে। গৌরী আর ভোলা একই গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে গৌরী ভোলার বাগদত্তা। দু'জনের ঠাকুর্দা আগে থেকেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিল। তাই গৌরী মনে করে যে ভোলাই তার স্বামী। মেয়েটি বাইরে থেকে বেশ রুক্ষ এবং কঠিন প্রকৃতির হলেও সে আসলে সহজ, সরল। তার একটাই 'দোষ', সে ভীষণ ঠোঁটকাটা। গৌরীর বাস্তব বুদ্ধি ভীষণ প্রখর। অতএব, ভোলার দিদাও মনে করেন যে গৌরী ভোলার জন্য একদম উপযুক্ত পাত্রী। ভোলাকে সঠিক পথে শক্তভাবে ধরে রাখতে পারবে একমাত্র এই মেয়েটি। সে কখনও কাউকে তার কাছ থেকে ভোলাকে নিয়ে যেতে দেবে না। অন্যদিকে ভোলা আবার গৌরীকে বেশ ভয় পায়, পারলে তাকে এড়িয়ে চলে। তুলসি-ভোলা-আঁখি, ভাগ্য এই তিনজনকে কোন দিকে নিয়ে যাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।