কলকাতা: বাংলা ধারাবাহিকের (Bengali Serials) দৌরাত্ম্য এখন ঘরে ঘরে। চ্যানেলে চ্যানেলে (Channels) সেই নিয়ে টক্কর। প্রত্যেক বৃহস্পতিবার রেটিং-এ কোন সিরিয়াল কত নম্বর পেল, সেই নিয়ে লড়াই। সব চ্যানেলই নতুন নতুন গল্পের ডালি সাজিয়ে হাজির করছে দর্শকের সামনে। কোন চ্যানেল কত নতুন চমক দিতে পারল, দর্শকের মন জয় করতে পারল সেই নিয়ে চ্যানেলে চ্যানেলে চলতে থাকে এক অদৃশ্য মহাযুদ্ধ। আর এবার দর্শকের মন জয় করতে নয়া উপহার নিয়ে আসছে 'সান বাংলা' (Sun Bangla)। 


'সান বাংলা'র নয়া উদ্যোগ


দর্শকের মন জিততে এবার ঢালাও সাজাচ্ছে 'সান বাংলা'। তাদের সিরিয়ালে নিয়ে আসছে নতুন চমক। গোটা মাস ধরে চলবে এই মহাযজ্ঞ। বাংলা টেলিভিশন জগতে এইভাবে মহাযজ্ঞের আসর প্রথমবার আসতে চলেছে। কেমনভাবে সাজতে চলেছে সান বাংলা? 


বাংলা বিনোদন চ্যানেল 'সান বাংলা'-য় শুরু হতে চলেছে "বিনোদনের মহা পার্বণ"। এই চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল "সাথী"-র মাধ্যমেই শুরু হচ্ছে এই মহা পার্বণ। সারা মাস জুড়ে দেখা যাবে "সাথী"-তে মন মাতানো চমক। চার সপ্তাহ জুড়ে চার রকমের নতুন চমক। কী কী থাকছে সেই চমকে? কোনও সপ্তাহে থাকবে জমজমাট মহা সপ্তাহ, কোনও সপ্তাহে আসবেন কোনও বড় তারকা। থাকছে বিজ্ঞাপন বিরতি ছাড়া টানা সিরিয়াল দেখার সুযোগ। এমনটা বাংলা বিনোদন টেলিভিশন জগতে এই প্রথমবার। কোনও কোনও সপ্তাহে থাকবে দর্শকদের জন্য লোভনীয় কনটেস্টও। মাসভর চলবে এই ধামাকা। শুরু হচ্ছে ২৭ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৬ মার্চ পর্যন্ত। টানা এক মাস।


"সাথী"-র গল্পেও এসেছে দারুণ টানটান মোড়। কীভাবে এগোবে এবার গল্প? ওম - বৃষ্টির কন্ট্রাক্ট ম্যারেজের পর ঘটনাচক্রে বৃষ্টি এক দুর্ঘটনায় তার স্মৃতি হারিয়ে ফেলে। এরপর ওমের সঙ্গে প্রিয়ঙ্কার বিয়ে ঠিক হয়। কিন্তু পরিতোষ সরকার, মৈনাক ও মেঘার উদ্যোগে বিয়ের মণ্ডপে পাত্রী বদল হয়ে যায়। আলোকেশ প্রমাণ করার চেষ্টা করে যে এই মেয়েটি নকল বৃষ্টি, কিন্তু প্রমিতা ও ওমের চেষ্টায় বৃষ্টির সঙ্গেই বিয়ে হয় ওমের।


আরও পড়ুন: 'Pashbalish': প্রেমের মাসে প্রেমের গান নিয়ে হাজির অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য


ওম কি পারবে বৃষ্টির স্মৃতি ফিরিয়ে আনতে? ওম ও বৃষ্টির দাম্পত্য জীবনে নয়া মোড় দেখতে হলে দেখুন "সাথী", প্রতিদিন সন্ধে সাতটায়। "সাথী"তে অভিনয় করছেন ইন্দ্রজিৎ বসু এবং অনুমিতা দত্ত। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন। নতুন চমকের স্বাদ পেতে হলে ২৭ ফেব্রুয়ারি থেকে চোখ রাখুন 'সান বাংলায়'।