কলকাতা: 'বাংলা আমার সর্ষে ইলিশ..' এই গানের সঙ্গে পা মিলিয়ে পাকা গিন্নির মতো নাচ করেছিল যে খুদে, সে মুহূর্তে দর্শকদের মন কেড়ে নিয়েছিল। তিনি দীপান্বিতা কুণ্ডু, 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী যাঁকে মজা করে ডাকতেন 'পান্তাভাতের কুন্ডু'। ২০১০-১১ সালে 'ডান্স বাংলা ডান্স' শো-এরই প্রতিযোগী ছিলেন দীপান্বিতা। সেরার শিরোপা না পেলেও খুদে নৃত্যশিল্পীকে মনে রেখেছিলেন সবাই। সিজন শেষ হয়ে যাওয়াপ পরেও চর্চায় থাকতেন দীপান্বিতা।
সময় পেরিয়েছে, বয়স বেড়েছে। দীপান্বিতা এখন তরুণী। ২০২৩-এর 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চেই নাচ করতে দেখা যাবে দীপান্বিতাকে। সদ্য চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেই ঝলক। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া সেই 'পান্তাভাতের কুণ্ডু'-কে দেখে অবাক খোদ ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। দীর্ঘ ১২ বছর পর মিঠুন চক্রবর্তীও ফের 'মহাগুরু'র হয়েছে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে ফিরেছেন। তিনিও দীপান্বিতার নাচ দেখে, তাঁকে বড় হয়ে যেতে দেখে বেশ অবাক। বলেন, ‘ও মাই গড! পান্তাভাতের কুণ্ডু!’ দীপান্বিতা উত্তরে বলেন, হ্যাঁ। মুর্শিদাবাদের বহরমপুরের দীপান্বিতার নাচ দেখে মুগ্ধ হয়ে যান বিচারকের আসনে থাকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), মৌনি রায় (Mauni Roy), এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। দীপান্বিতার পারফরম্যান্স দেখে মিঠুন চক্রবর্তীও তাঁর নিজের আসন থেকে উঠে এসে দীপান্বিতাকে জড়িয়ে ধরেন। বলেন, 'সত্যিই আমার গর্ব হচ্ছে। ওর জন্য হাততালি।'
তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ভিন্ন মন্তব্যে। অনেকেই লিখেছেন, দীপান্বিতা প্রতিযোগী হলে তাঁকে নিয়ে নেপোটিজম হবেই। হয়তো তাঁকেই বিজয়ী ঘোষণা করা হবে। তবে জানা গিয়েছে, প্রতিযোগী নয়, দীপান্বিতা অনুষ্ঠান করবেন অতিথি শিল্পী হিসেবে।