কলকাতা: গুঞ্জনে সীলমোহর পড়েই বন্ধ হচ্ছে ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। সেই জায়গায় ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সদ্য প্রকাশ্যে এল সেই ধারাবাহিকের প্রোমো ও সম্প্রচারের তারিখ। আগামীকাল থেকে শুরু হচ্ছে ধারাবাহিক 'গীতা এল এল বি'।


এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায় (Hiya Mukherjee)-কে। এর আগে সান বাংলার নয়নতারা ধারাবাহিকে দেখা যেত তাঁকে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে থাকবেন কুণাল সেন। তাঁকেও দেখা যাবে একজন আইনীজীবীর চরিত্রে। এই ধারাবাহিকের নায়িকা গীতার নামকরণ হয়েছে 'ভগবৎ গীতা' থেকে।


গীতার বাবার ইচ্ছা ছিল, তিনি একজন সফল উকিল হবেন। কিন্তু পরিস্থিতির চাপে তা হয়ে ওঠেনি। সেই নিয়ে সবসময়েই হেনস্থার স্বীকার হতে হয় তাঁকে। গীতার বাবার ইচ্ছা, মেয়েও যেন একজন উকিল হয়। একটি বস্তিতে বেড়ে ওঠে গীতা, সেখানকার মানুষেরাই তার জীবনের অবিচ্ছিন্ন অংশ। গীতার কাঁধেই সমস্ত পরিবারের দায়িত্ব আর গীতা হাসিমুখে সেই সবটাই পালন করে। 


গীতার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় একটি কেস। একজন নামকরা উকিল একটি কেস লড়তে চায় না। সেই কেস এসে পৌঁছয় গীতার কাছে। অজান্তেই সেই কেস লড়তে রাজি হয়ে যায় গীতা আর সেটাই ঘুরিয়ে দেয় তার জীবনের মোড়। বাংলা ধারাবাহিকে কোর্টরুম ড্রামা খুব কম দেখা যায়। তবে সেই জায়গায় দাঁড়িয়ে গীতা এল এল বি অন্য ধারার একটি ধারাবাহিক হতে চলেছে বলেই ধারণা। 


আজ শেষবারের মতো সম্প্রচারিত হবে ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন শ্রীময়ী চট্টরাজ। আজ ধারাবাহিকের শেষ দিনে একটি আবেগপ্রবণ লম্বা পোস্ট করেন তিনি। ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতেন শ্রীময়ী। আজ তিনি লিখেছেন, ধারাবাহিক ছোট-বড় মিলিয়ে সবাই খুব মজা করে কাজ করতেন তাঁরা। পর্দায় স্পষ্ট হত সেই বন্ধুত্বের গল্পও। শ্রীময়ী লিখেছেন, নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও তা ছিল তাঁর প্রিয়। তিলে তিলে সেই চরিত্রটিকে তৈরি করেছিলেন তিনি। এই ধারাবাহিকে অভিনয় করতেন এক ঝাঁক খুদে শিল্পী, তাঁরাও বেশ মন কেড়েছিলেন দর্শকদের।


 






আরও পড়ুন: SRK with Snake: শাহরুখের হাতে-কাঁধে জ্যান্ত সাপ! আম্বানি বাড়ির পার্টির ভিডিও ভাইরাল