কলকাতা: বিদায় ঘণ্টা বেজে গেল কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’র (Tumpa Autowali)। চলতি মাসেই শেষ হতে চলেছে এই ধারাবাহিকের পথচলা। দীর্ঘ প্রায় ২ বছর ধরে দর্শকের মনোরঞ্জন করে এসেছে ‘টুম্পা অটোওয়ালি’। এবার কি গল্পের ‘হ্যাপি এন্ডিং’ হবে? (Daily Serial Update)
‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের পথচলা থামছে, কবে শেষ পথচলা?
শেষের পথে ‘টুম্পা অটোওয়ালি’। মেঘনা ও আবিরের রেজিস্ট্রির দিন মেঘনা সকলকে চমকে দিয়ে আবির ও টুম্পাকে একত্রিত করার উদ্যোগ নেয়। নেহার সাহায্য নিয়ে বেশ কিছুদিন ধরেই আবির ও টুম্পার বিয়ের পরিকল্পনা করছিল মেঘনা। ধারাবাহিকের শেষে দেখা যাবে টুম্পা ও আবির পরিবারের সকলের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলে। এরপর ধারাবাহিকের থিম মাথায় রেখেই তাদের দেখা যাবে একটি বিশেষভাবে সাজিয়ে তোলা অটোয় করে বেরিয়ে যেতে। অটোর চালকের আসনে অবশ্যই টুম্পা এবং পিছনে সুন্দর করে লেখা ‘জাস্ট ম্যারেড’ বোর্ড। গোটা পরিবারের মিলনের মাধ্যমে নতুন জীবন শুরুর পথে এগিয়ে চলে টুম্পা ও আবির, এবং সেই সঙ্গেই সফর শেষ হবে ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের।
২০২২ সালের ১৬ মে শুরু হয় কালার্স বাংলার ‘টুম্পা অটোওয়ালি’। মহিলা ব্যবসায়ীর কাহিনি তুলে ধরে এই ধারাবাহিক যার ফলে দর্শকদের মধ্যে ভালই জনপ্রিয়তা লাভ করে ‘টুম্পা অটোওয়ালি’। প্রায় ২ বছর ধরে দর্শকদের পাশে পেয়ে তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। যদিও এই ধারাবাহিকের স্লটে কোনও নতুন ধারাবাহিক শুরু হবে কি না, সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।
এক ঝলকে 'টুম্পা অটোওয়ালি'র গল্প
বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক।
আরও পড়ুন: Top Social Post: রূপান্তরকামীদের পাশে আয়ুষ্মান, ফের পুলকিতের প্রেমে কৃতি! সোশ্যালের সেরা পোস্টগুলি
ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। পড়াশোনাও সমানতালে চালিয়ে যায় সে। তার অটোকে মানুষ হিসেবেই দেখে টুম্পা, যার নাম রেখেছে 'জান'। অন্যদিকে গল্পের অপর মুখ্য চরিত্র আবির। অভিনয়ে সায়ন বসু। সে এক সফল অ্যাপ-ক্যাব সংস্থার মালিক। তবে স্বভাবের দিক থেকে বেশ অহঙ্কারী সে। এমনই প্রেক্ষাপটে শুরু হওয়া গল্পের সফর, টুম্পা ও আবিরের সফর শেষ হচ্ছে ৩১ মার্চ, ২০২২।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।