Aratrika Maity Exclusive: পঞ্চম শ্রেণি থেকে একের পর এক অডিশন, প্রথম মুখ্য চরিত্রে সুযোগ দশম শ্রেণিতে, কেমন ছিল আরাত্রিকার অভিনয় সফর?

ABP Exclusive: মুখ্য চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন ২০২১ সালের 'অগ্নিশিখা'য়। তবে তার আগেও ক্যামেরার সামনে কাজ করেছেন। অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'রানি রাসমণি'তে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন।

কলকাতা: এখন তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তবে ইতিমধ্যেই তিন-তিনটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে ফেলেছেন। কাজ শুরু করেছিলেন ছোট্ট বয়স থেকে। ছেলেবেলা থেকেই অভিনেত্রী হওয়ার শখ।

Related Articles