কলকাতা: এক বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছে 'সোহাগ চাঁদ' (Sohag Chand) ধারাবাহিক। আধুনিক যুগে খুব প্রচলিত কথা 'বডি পজিটিভিটি' (Body Positivity)। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টায় থাকে 'কালার্স বাংলা'র (Colors Bangla) জনপ্রিয় এই ধারাবাহিক। নিজের শরীর যেমনই হোক, দেহের কাঠামো যেমনই হোক, তা দিয়ে নয়, মানুষের বিচার হোক তাঁর অন্তরাত্মা দিয়ে। এই ধারাবাহিকে অনুষ্ঠিত হয়ে গেল জাঁকজমকপূর্ণ ফ্যাশন শো। যেখানে অংশ নেয় স্থূলকায় সোহাগ, অবশেষে কী হল প্রতিযোগিতার ফলাফল?


'সোহাগ চাঁদ' ধারাবাহিকে ঘোষিত হল ফ্যাশন শোয়ের বিজয়ীর নাম


ফ্যাশন আসলে কী? বুদ্ধিমত্তার সঙ্গে ডিজাইনের সঠিক মেলবন্ধন। পরিমাণ মতো সবটা হলেই কেল্লাফতে! আর তাতেই বাজিমাত করল সোহাগ। বিনোদনের চ্যানেল কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ফ্যাশন শো যেন সকলের মধ্যে থেকে বের করে আনল ব্যক্তিত্ব। 


বুদ্ধিমত্তা ও ফ্যাশনের এক অত্যাশ্চর্য সমাপ্তিতে, ‘সোহাগ চাঁদ’-এর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ব্যক্তিত্বের এক অপূর্ব প্রদর্শনী ফুটে উঠল। সকল প্রতিযোগীর পরনে ছিল ফিউশন পোশাক। যে পোশাকের মধ্যে দিয়ে নিজের ব্যক্তিত্বও ফুটিয়ে তুলতে হয়েছে সেই সঙ্গে উদযাপন করা হয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্যকে। তবে নিজের সাজপোশাক দিয়ে দর্শক ও বিচারকদের স্তম্ভিত করে সোহাগ। শুধু পোশাকেই নয়, সে নজর কাড়ে প্রশ্নোত্তর পর্বে দুর্দান্ত উত্তরের মাধ্যমেও। এইসব কিছুর সঙ্গে বড় পাওনা ছিল যে পোশাক সে পরে, সেটি তার নিজেরই তৈরি করা। 


যখন ফ্যাশন প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়, সোহাগের নাম ঘোষিত হয় বিজয়ী হিসেবে। পরপর তিনবারের এই প্রতিযোগিতার শিরোপা জেতা মল্লিকা এই ফলাফল বিশ্বাসই করে উঠতে পারে না। সোহাগের এই অসাধারণ যাত্রা, যা সমৃদ্ধ তার অকল্পনীয় আত্ম-প্রকাশে, তাকে আইকন করে তোলে। আমাদের সমাজ সৌন্দর্যের যে অদৃশ্য মাপকাঠি তৈরি করে রেখেছে তা যে অস্বীকার করা উচিত এবং মানুষের প্রকৃত সৌন্দর্য ব্যক্তিত্বের মধ্যে পাওয়া যায় তা প্রমাণ করল সোহাগ।


আরও পড়ুন: Parineeti-Raghav Wedding: বিয়ের পর প্রথমবার জনসমক্ষে রাঘব-পরিণীতি, জেটি থেকেই নামতেই ক্যামেরাবন্দি নবদম্পতি
 
ধারাবাহিকে প্রদর্শিত ফ্যাশন শো যে দুর্দান্ত, দুর্ধর্ষ, চোখ ধাঁধানো হবে, তা আগেই বলেছিলেন নির্মাতারা। তাই হলও। প্রথম রাউন্ডে স্যুইমস্যুটে নজর কেড়েছিলেন সোহাগ। এবার সেরার শিরোপাও পেলেন তিনি। এই শোয়ের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লোপামুদ্রা মিত্র, পায়েল সরকার, মধুরিমা বসাক। 'সোহাগ চাঁদ' দেখা যায় প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial