কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'তে (Tumpa Autowali) এবার প্রবেশ করতে চলেছে নতুন এক চরিত্র। ধারাবাহিকের কাস্টে বিশেষ সংযোজন হয়ে আসতে চলেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)। 


'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে নতুন চরিত্রের প্রবেশ


কালার্স বাংলার 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে নতুন চরিত্র হিসেবে ফের প্রবেশ করতে চলেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তবে এবার অন্য নাম। তাঁকে দেখা যাবে মিস্টার গ্রাহামের চরিত্রে। 


মেঘনার সংস্থার নতুন লিডার হচ্ছেন মিস্টার গ্রাহাম। মেঘনা কোমায় থাকাকালীন দায়িত্ব নেন মিস্টার গ্রাহাম এবং তাঁর বাবা-মায়ের পর থেকে তিনি সবকিছু সামলে রেখেছেন। সবকিছুর দায়িত্বে মিস্টার গ্রাহামই। এর আগে আন্তর্জাতিক বিষয়ের তত্ত্বাবধানে থাকা মিস্টার গ্রাহাম এখন ভারতে এসেছেন। তিনি সুজাতার মাধ্যমে মেঘনার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। তাঁর ইউনিক উপস্থিতি ও ব্যাকগ্রাউন্ডের ফলে, তাঁর দেশে ফেরৎ আসা ধারাবাহিকের গল্পে নতুন উপাদান যোগ করতে চলেছে। টুম্পা অটোওয়ালির মতো একাধিক পরিচিত চরিত্রের পাশাপাশি মিস্টার গ্রাহামের বৈদেশিক সংযোগ দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে বলে দাবি নির্মাতাদের।


ধারাবাহিকে অপ্রত্যাশিত ও রহস্যময় ট্যুইস্ট আসে যখন দেখা যায় অশোক মল্লিকের মুখের সঙ্গে মিস্টার গ্রাহামের হুবহু মিল আছে। প্রসঙ্গত, অশোক মল্লিকের চরিত্রে এর আগে অভিনয় করেছিলেন জয়জিৎ। এমন কি কোনও সম্ভাবনা আছে, যে মিস্টার গ্রাহাম ও অশোক মল্লিকের মধ্যে কোনও গোপন সংযোগ থাকতে পারে বলে? বিস্তারিত বলবে সময়।


আরও পড়ুন: Grammy Awards 2024 : গ্র্যামিতে ভারতীয় সঙ্গীতের জয়জয়কার, পুরস্কৃত জাকির-শঙ্করের 'শক্তি'


ধারাবাহিকে মেঘনার আগমন


'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে মেঘনার আগমন ঘটেছে কিছুদিন আগে। ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেঘনা ও আবির, ছোটবেলার বন্ধু, এবং তাদের দুই পরিবারও একে অপরের খুব কাছের। প্রায় বছর দশেক আগে, মেঘনা ও তার পরিবার বিদেশে এক দুর্ঘটনার শিকার হয়। দুর্ভাগ্যবশত, সেই দুর্ঘটনায় বাবা ও মা, দুজনকেই হারায় মেঘনা। দুর্ঘটনার পর মেঘনা নিজে কোমায় চলে যায়। মল্লিক পরিবার জানত না যে সে সেরে উঠেছে। সকলেরই ধারণা ছিল, মেঘনাকেও বাঁচানো সম্ভব হয়নি। সম্প্রতি, কোমা থেকে সেরে উঠেছে মেঘনা। কিন্তু তার স্মৃতি সম্পূর্ণ রূপে ফিরে পায়নি। অনেক কিছুই তার মনে নেই। একদিকে যেমন আবিরকে তার সম্পূর্ণভাবে মনে আছে, তেমনই অন্য বিশেষ কিছুই তার মনে নেই। কোমা থেকে ফেরার পর থেকে আবিরের সঙ্গে দেখা করতে উঠে পড়ে লেগেছে মেঘনা। তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য যেমনই হোক, মেঘনা এখনও তার ছোটবেলার মতোই সেই উচ্ছ্বসিতই রয়েছে, তার জীবন ও স্বভাব যেন বছর দশেক আগেই থমকে গিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।