কলকাতা: এবার হিন্দি ধারাবাহিকের (Hindi Serial) প্রযোজনার দায়িত্ব নিচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। এর আগে তাঁর সংস্থা 'ম্যাজিক মোমেন্টস' হিন্দি ধারাবাহিকের ক্রিয়েটিভ প্রোডাকশনের দায়িত্ব নিলেও সম্পূর্ণ প্রযোজনা এই প্রথম। ধারাবাহিকের পরিচালনা, প্রযোজনা, ইউনিট সবেরই দায়িত্বে 'ম্যাজিক মোমেন্টস'। জাতীয় স্তরের প্রথম সারির চ্যানেল স্টার প্লাসে আসছে 'ঝনক' (Jhanak)। দেখা যাবে একঝাঁক বাঙালি অভিনেতা ও অভিনেত্রীকে। 


'ঝনক'-এর গল্প এক ঝলকে


'ঝনক' ধারাবাহিক বলবে দুই পরিবারের গল্প। কলকাতার বসু পরিবারে দেখা মিলবে বাংলার একাধিক কলাকুশলীর। কলকাতায় তিন দিনের শ্যুটিং শিডিউল রয়েছে। এরপর ধারাবাহিকের বাকি শ্যুটিং হবে মুম্বই ও কাশ্মীরে। 


এই ধারাবাহিকের গল্প আবর্তিত হবে রাহুল, আরশি ও ঝনককে কেন্দ্র করে। ধারাবাহিকের মূল পুরুষ চরিত্র রাহুল ও মূল নারী চরিত্র ঝনক। রাহুলের সঙ্গে আরশির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের ফেরে ঝনক ও রাহুলের একে অপরের সঙ্গে বিয়ে হয়। কিন্তু এই বিয়ে দু'জনের কেউই মেনে নিতে পারে না, এমনকী একে অপরকে ভালও বাসে না তাঁরা।


রাহুল একজন সফল যুবক, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে কাজের জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তাঁর বিয়ে ঠিক হয়ে যায় আরশির সঙ্গে, যে মনে করে যে আনন্দ ও খুশিতে ভরা জীবন কাটানোই তার ভবিতব্য এবং তা সম্ভব 'হবু' এনআরআই রাহুলকে বিয়ে করলে। অন্যদিকে ঝনকের সঙ্গে রাহুলের আলাপ হয় বিয়ের আগে করা কাশ্মীরের একটি ট্রিপে। কিন্তু নিয়তির খেলা এমন যে রাহুল ও ঝনক একে অপরকে বিয়ে করতে বাধ্য হয়। ধীরে ধীরে ঝনকের প্রতি রুষ্ট হতে শুরু করে আরশি, যদিও তাদের কারও কোনও দোষ নেই। ঝনকের জীবন বেশ জটিল ও কঠিন, তা সত্ত্বেও সে জীবনে এগিয়ে যেতে ও উন্নতি করতে চেষ্টা করে। কিন্তু এই 'অসম্ভব' বিয়ে সবটাই ঘেঁটে দেয়। সে ঠিক বুঝে উঠতে পারে না, তার রাহুলের প্রতি কী মনোভাব, একই অবস্থা হয় রাহুলেরও। 


সময়ের সঙ্গে সঙ্গে ঝনক জীবনে উন্নতি করবে। আরও ভাল শিল্পী হয়ে উঠবে ও নাম করবে। নিজেকে তো বটেই, প্রয়াত মায়ের নামও উজ্জ্বল করবে। কিন্তু এত কিছু সত্ত্বেও নিজের জীবনসঙ্গী, রাহুলের ভালবাসা পাবে না। অবশেষে কী হবে? রাহুলের মন কি সে কখনও জয় করতে পারবে? তারা কি সুখে সংসার করতে পারবে কখনও? নাকি রাহুল চিরকালই আরশিকেই নিজের মনে রেখে দেবে? উত্তর দেবে ধারাবাহিক। আসছে 'ঝনক'। 


আরও পড়ুন: Shah Rukh Khan: চেন্নাইয়ে 'জওয়ান' ছবির প্রি-রিলিজ ইভেন্ট, তামিল ছবি ও সিনেমার ভূয়সী প্রশংসা কিং খানের


এই ধারাবাহিকে দেখা যাবে বাংলা ছোটপর্দার একাধিক চেনা মুখকে। তাঁদের মধ্যে ভরত কল, ঋষি কৌশিক, ক্রুশল আহুজা, অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, সৃজনী বন্দ্যোপাধ্যায়, অজয় চক্রবর্তী, পত্রালী চট্টোপাধ্যায় প্রমুখ। কলকাতায় শ্যুটিং সেরে গোটা টিম উড়ে যাবে কাশ্মীর ও মুম্বইয়ের উদ্দেশে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial